হোয়াটসঅ্যাপ ব্যবহার কারীদের জন্য ১০টি গোপন ট্রিকস

হোয়াটসঅ্যাপ ব্যবহার কারীদের জন্য ১০টি গোপন ট্রিকস 

বর্তমানে WhatsApp user কারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। নিত্য নতুন ফিচারস থেকে শুরু করে আপডেট তো লেগেই রয়েছে। হোয়াটসঅ্যাপ এর দ্রুত ম্যাসেজিং স্পিডের কারণে আজ হোয়াটসঅ্যাপ বিশ্বে সবথেকে বড় মেসেজিং অ্যাপস। বর্তমানে ২০২৪ এ দাঁড়িয়ে WhatsApp ডাউনলোড কারীর সংখ্যা পাঁচ বিলিয়নের বেশি হয়ে দাঁড়িয়ে রয়েছে। 


আমরা প্রতিদিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করি সেটা চ্যাট করার জন্যই হোক বা স্ট্যাটাস লাগানোর জন্য। কিন্তু এই WhatsApp এই রয়েছে অসংখ্য গোপন সেটিংস যার ব্যবহার ৯০% লোক জানে না। তাই আজ এই ব্লগের মাধ্যমে জানতে চলেছি হোয়াটসঅ্যাপে লুকিয়ে থাকা ১০ টি গোপন ট্রিকস।

Whatsapp এর এই ১০টি গোপন ট্রিকস ।। 10 Secret Tricks of Whatsapp 


WhatsApp এর মধ্যে লুকিয়ে থাকা এই ১০টি গোপন ট্রিকস গুলি হল :

১. হোয়াটসঅ্যাপে কারো স্ট্যাটাস সিন করেও তাকে আনসিন কিভাবে বোঝাবে ?

( WhatsApp a karo status seen koreo take unseen kivabe bojhabe ? )

হোয়াটসঅ্যাপের গোপন ট্রিকস গুলোর মধ্যে একটা অন্যতম ট্রিকস হলো কারও স্ট্যাটাস সিন করেও আনসিন করা। অর্থাৎ তোমার কোন বন্ধু হোয়াটসঅ্যাপ এ স্ট্যাটাস লাগিয়েছে তুমি তার স্ট্যাটাস টা ওপেন করে সিন করলে কিন্তু তাকে বুঝতেই দিলে না যে তুমি তার স্ট্যাটাসটা সিন করেছো। তোমার বন্ধু যখন স্ট্যাটাসটা চেক করবে তখন নিচে তোমার নাম শো করবে না।

কীভাবে সম্ভব? তাহলে চলো জেনে নিই, যার স্ট্যাটাস সিন করেও আনসিন করতে চাও প্রথমে তার স্ট্যাটাসে ক্লিক না করে চলে যাও হোয়াটসঅ্যাপের সেটিংসে। তারপর সেখান থেকে যাও Privacy অপশনে এরপর একটা সেটিংস দেখতে পাবে Read receipts নামে যেটা আগে থেকেই অন করা রয়েছে। 


এখন তোমাকে যেটা করতে হবে, প্রথমে এই Read receipts অপশনটা অফ করে দিতে হবে। এরপর WhatsApp স্ট্যাটাস অপশনে গিয়ে স্ট্যাটাস দেখতে পারো। কেউই বুঝতে পারবেনা তুমি তাদের স্ট্যাটাস গুলো সিন করেছ বলে। স্ট্যাটাস দেখা হয়ে গেলে আবার সেটিংস এ গিয়ে Read receipts অপশনটা অন করে দেবে।


২. ফোনে নাম্বার সেভ না করেই তাকে হোয়াটসঅ্যাপে কিভাবে মেসেজ করবে ?

( Phone a number save na korei take WhatsApp a kivabe message korbe ? )

হোয়াটসঅ্যাপে নতুন কাউকে মেসেজ করতে হলে বা প্রথমবার কারো সাথে চ্যাট করলে আগে তার নাম্বার ফোনের কন্টাক্টে সেভ করতে হয়। তারপর সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে চ্যাট করা যায়। 

মেসেজ করা থেকে শুরু করে ছবি, ভিডিও, ডকুমেন্ট পাঠানো সবকিছু করা যায়। এই ট্রিকসটির মাধ্যমে ফোনে কারো নাম্বার সেভ করা দরকার পরবে না। অর্থাৎ ফোনে নাম্বার সেভ না করেই যে কাউকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবে।

কিভাবে? তাহলে চলো জেনে নিই, ফোনে whatsapp ওপেন করে প্রথমেই নীচের দিকে একটা '+' আইকন দেখতে পাবে। ওই আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর প্রথমেই উপরে তোমার নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাবে। 

যার নিচে লেখা রয়েছে Message yourself ওর উপর ক্লিক করবে। এরপর মেসেজ অপশনে গিয়ে টাইপ করবে wa.me/91 তারপরে যে নাম্বারে মেসেজ করতে চাও সেটা লিখে নেবে ( মনে রাখবে কোন স্পেস যেন না থাকে)। Ex. wa.me/919200092001

এরপর সেটা সেন্ড করে দেবে। এরপর দেখবে ওটা একটা লিংকসে পরিণত হয়ে গেছে। এখন ওই লিংকস এর উপর ক্লিক করলেই ওই নাম্বারের হোয়াটসঅ্যাপ চ্যাট ওপেন হয়ে যাবে। এখন তুমি নাম্বার না সেভ করেই তাকে মেসেজ করতে পারবে বা তার dp দেখতে পারবে।


৩. হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের ছবি বা ভিডিওর কোয়ালিটি একদম নষ্ট হয়ে যায় || কিভাবে সমাধান করব ?

( WhatsApp status er photo ba video r quality akdom nasto hoye jaii || How to Solve ?? )

Whatsapp এ এই একটা সমস্যা যেটা আমাদের মনটা পুরোপুরি খারাপ করে দেয়। মানে এই ধরো তুমি একটা ভালো কোয়ালিটির ছবি বা ভিডিও স্ট্যাটাসে আপলোড করতে দিয়েছো। আপলোড হয়ে যাওয়ার পর দেখলে সেই ছবি বা ভিডিওটার কোয়ালিটি একদম নষ্ট হয়ে গেছে। স্বাভাবিক মন তো খারাপ হবেই। 

তাই এখন একদমই মন খারাপ করতে হবে না। কারণ এখন থেকে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে ছবি বা ভিডিও স্ট্যাটাসে লাগালে আর কোয়ালিটি নষ্ট হবে না।

কীভাবে? চলো জেনে নিই, আগের ট্রিকসটার মতো হোয়াটসঅ্যাপ ওপেন করে নিয়ে, চলে যাবে "+" আইকনে। এরপর প্রথমেই তোমার নিজের নাম্বার দেখতে পাবে যার নিচে লেখা Message yourself. ওখানে ক্লিক করে মেসেজ করার অপশনে চলে যাবে এরপর ক্যামেরা আইকনে গিয়ে গ্যালারি থেকে সেই স্ট্যাটাস ভিডিওটা বা ছবিটা সিলেক্ট করে নেবে যেটা স্ট্যাটাসে লাগাতে চাইছো। তারপর সেটাকে HD কোয়ালিটি সিলেক্ট করে সেন্ড করে দেবে। 

এরপর ওই ছবি বা ভিডিওটাকে চেপে ধরলে ওপরে অনেক অপশন দেখতে পাবে। তার মধ্যে থ্রি ডট এ ক্লিক করে শেয়ার অপশনে ক্লিক করবে এবং হোয়াটসঅ্যাপ টা সিলেক্ট করলে উপরে স্ট্যাটাস অপশন দেখতে পাবে। তারপর সেখানে ক্লিক করে স্ট্যাটাসটা লাগিয়ে দিতে পারবে। 

এরপর দেখবে তোমার ওই ছবি বা ভিডিওর কোয়ালিটিটা একদমই নষ্ট হয়ে যায়নি। এখন থেকে এইভাবে যেকোনো ছবি বা ভিডিওর কোয়ালিটি নষ্ট না করেই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে লাগাতে পারবে।


৪. হোয়াটসঅ্যাপে কাউকে ভুল মেসেজ পাঠিয়ে দিলে সেটা কে আবার নতুন করে কিভাবে এডিট করবো ?

( WhatsApp a kaoke vul message pathiye dile seta ke abar notun kore kivabe edit korbo ? )

অনেক সময় আমরা তাড়াহুড়ো করতে গিয়ে হোয়াটসঅ্যাপে ভুলভাল মেসেজ লিখে সেন্ড করে দিই। পরে যখন নজর পড়ে, তখন আবার মেসেজটাকে ডিলিট করি। আরো একবার নতুন করে মেসেজটাকে টাইপ করে সেন্ড করি। এরকম তাড়াহুড়ো করতে গিয়ে বারবার ভুলভাল মেসেজ টাইপের কারণে হোয়াটসঅ্যাপ একটা দারুন সেটিংস রেখেছে। যেটা এর আগে কখনোই সম্ভব হতো না। মেসেজ এডিটিং সেটিংস। 

হ্যাঁ ঠিকই পড়েছেন এখন হোয়াটসঅ্যাপে ভুল মেসেজকে আবার এডিট করতে পারবে। যে শব্দটা ভুল থাকবে সেটাকে আবার নতুন করে লিখে দিলেই হবে। পুরোটা আর কষ্ট করে লিখতে হবে না। 

তবে আমরা করব কীভাবে এটা? চলো জেনে নিই, হোয়াটসঅ্যাপে যখন কারো সাথে চ্যাট করছো এবং তাড়াহুড়ো করতে গিয়ে ভুল মেসেজ সেন্ড করে দিয়েছো। এখন ওই মেসেজটাকে চেপে ধরো, তারপর থ্রি ডট এ গিয়ে একটা এডিট অপশন পেয়ে যাবে। 


ওখানে ক্লিক করে তোমার পাঠিয়ে দেওয়া ভুল মেসেজটাকে আবার কারেকশন করতে পারবে। তারপর কারেকশন হয়ে গেলে সেন্ড করে দিও।


৫. হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ করলে সে মেসেজটা কখন ওপেন করে দেখেছে সেই সময়টা জানবো কিভাবে ?

( WhatsApp a kaoke message korle se message ta kakhon open kore dekheche sei somoita janbo kivabe ? )

এই ট্রিক্সটা মনে হয় সকলেই জানো। তবুও শেয়ার করছি তোমাদের সাথে। মনে করো আমি কাউকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি এবং সে ওই মুহূর্তে অনলাইন ছিল না। 

কীভাবে বুঝব আমার পাঠানো মেসেজটা সে কখন ওপেন করে দেখেছে বা পড়েছে। চলো জেনে নিই তাহলে। যে মেসেজের রিড টাইম চেক করতে চাও, সেই মেসেজটাকে চেপে ধরো তারপর দুটো সময় দেখতে পাবে। একটা রিড আরেকটা ডেলিভারড টাইম। নিচের Delivered টা হল তুমি কোন সময় তাকে মেসেজটা সেন্ড করেছিলে। আর উপরের Read টা হল সে কোন সময় মেসেজটা সিন করেছে বা পড়েছে।


হোয়াটসঅ্যাপ ব্যবহার কারীদের জন্য ১০টি গোপন ট্রিকস ।। 10 Secret Tricks For WhatsApp Users


৬. হোয়াটসঅ্যাপে দেখা স্ট্যাটাস গুলো গ্যালারিতে কিভাবে নিয়ে আসব ?

( WhatsApp a dekha status gulo gallery te kivabe niye asbo ? )

হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেখতে দেখতে যখন কোন স্ট্যাটাস পছন্দ হয়ে যায় ওই স্ট্যাটাসটা আমরাও দিতে চাই হোয়াটসঅ্যাপে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ওই স্ট্যাটাসটা নেওয়ার জন্য হয় যে স্ট্যাটাস টা লাগিয়েছিল তাকে চাইতে হয়, না হলে কোন স্ট্যাটাস ডাউনলোডার অ্যাপস দিয়ে স্ট্যাটাসটা ডাউনলোড করতে হয়। 

কিন্তু আমরা ৯৯% লোক এটাই জানি না যে হোয়াটসঅ্যাপে যে স্ট্যাটাস গুলো আমরা রোজ দেখি সেগুলো না কাউকে চাইতে হবে, আর না কোথা থেকেও ডাউনলোড করতে হবে। 

এই স্ট্যাটাস গুলো সিন করার সাথে সাথে এগুলো আমাদের ফোনেতে অটোমেটিক সেভ হয়ে যায়। কিন্তু গ্যালারিতে আসে না। তাহলে কোথা থেকে আমরা স্ট্যাটাস গুলো পাবো? ফোনের ফাইল থেকে। 

হ্যাঁ ঠিকই শুনেছ আমরা যখনই কোন হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস সিন করি সেগুলো ফোনের ফাইলে সেভ হয়ে যায়। এর জন্য প্রথমে ফোনেতে যে ফাইল মেনু রয়েছে সেটা ওপেন করে নিবে। এরপর সেটিংস থেকে Hidden Files এর কোন অপশন থাকলে সেটাকে অন করে নিতে হবে। তারপর ফোন স্টোরেজ বা ফোন মেমোরি নামক অপশনটাতে ক্লিক করবে। 

এরপর Android ফোল্ডারে ক্লিক করবে। সেখান থেকে চলে যাবে Media ফোল্ডার তারপর Com.Whatsapp এরপর আবার Whatsapp তারপর আবার Media. এবার উপরেই দেখতে পাবে .status নামে একটা ফোল্ডার তুমি হোয়াটসঅ্যাপে ২৪ ঘন্টার মধ্যে যা স্ট্যাটাস সিন করেছো সেগুলো সব এই ফোল্ডারই দেখতে পাবে। 

এরপর তুমি যে স্ট্যাটাসটা গ্যালারিতে আনতে চাও সেটাকে কপি করে বাইরে যে কোন ফোল্ডারে পেস্ট করে দিলেই চলে আসবে অথবা স্ট্যাটাস দিতে চাইলে সেই স্ট্যাটাসটিকে চেপে ধরে শেয়ার করে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে লাগিয়ে দিতে পারো।


৭. হোয়াটসঅ্যাপে কারো মেসেজ সিন করেও তাকে কিভাবে আনসিন বোঝাবে ?

( WhatsApp a karo message seen koreo take kivabe unseen bojhabe ? )

হোয়াটসঅ্যাপে যখন কাউকে আমরা মেসেজ করি, সে যদি অনলাইন থাকে তাহলে আমরা ডবল ব্ল্যাক টিক দেখতে পাই আবার সে যদি মেসেজটা ওপেন করে তাহলে আমরা সেই ডবল ব্ল্যাক টিককে ব্লু কালারের ডবল টিক দেখতে পাই। 

একইভাবে, আমাদেরকেও কেউ মেসেজ করলে তারা ডবল ব্ল্যাক টিক দেখতে পাবে যদি আমরা অনলাইন থাকি। আর যদি মেসেজটা ওপেন করে দেখি তাহলে তারাও একইভাবে ডবল ব্লাক টিক এর জায়গায় ডবল ব্লু টিক দেখতে পাবে। 

এখন কথা হচ্ছে, এমন কি সম্ভব কেউ আমাকে মেসেজ করেছে, আমি সেটা ওপেন করেও দেখেছি কিন্তু তাকে ডবল ব্লু টিক দেখায়নি তার বদলে ডবল ব্ল্যাক টিকই শো করছে। হ্যাঁ এরকমটা সম্ভব। 

WhatsApp এরকম একটা গোপন সেটিংস রেখেছে যেটা আমরা দরকারে ব্যবহার করতে পারব। কীভাবে সেটা? চলো জেনে নেই তাহলে, প্রথমেই WhatsApp ওপেন করে থ্রি ডট এ ক্লিক করে চলে যাবে সেটিংস অপশনে। এরপর উপর থেকে দুই নম্বরে পেয়ে যাবে Privacy নামক একটি অপশন। সেখানে যাওয়ার পর Read receipts নামে একটি অপশন দেখতে পাবে যেটা আগে থেকেই অন করা রয়েছে। 

এখন যদি তোমরা কারো মেসেজ সিন করেও তাকে আনসিন দেখাতে চাও অর্থাৎ মেসেজ ওপেন করেও তাকে ডবল ব্লু টিকের বদলে ডবল ব্ল্যাক টিক দেখাতে চাও তাহলে এই Read receipts অপশনটা অফ করে দেবে। এরপর যত খুশি মেসেজ ওপেন করে দেখো কাউকেই ব্লু-টিক দেখাবে না। পরে আবার অপশনটা অন করে দিতে পারো।


৮. হোয়াটসঅ্যাপে ছবি বা ভিডিও গ্যালারিতে আসা বন্ধ করব কিভাবে ?

( WhatsApp a Photo ba video gallery te asha bandho korbo kivabe ? )

কেউ ছবি বা ভিডিও যখন আমাদেরকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে সেগুলো আমাদের গ্যালারিতে চলে আসে। অনেক সময় কিছু অদরকারী ছবি বা ভিডিও যেগুলোও গ্যালারিতে চলে আসে। স্বাভাবিকভাবে সেগুলো আমাদের আলাদা আলাদা করে ডিলিট করতে হয়। 

অনেক সময় এগুলোর জন্যই বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়। তো এমন কোন সেটিংস আছে কি? যেখান থেকে আমরা WhatsApp থেকে ছবি বা ভিডিও গ্যালারিতে আসা বন্ধ করতে পারব। 

হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিয়েই প্রথমেই ডানদিকে ওপরে থ্রি-ডট এ চলে যাবে এরপর সেটিংস এ ক্লিক করে চলে যাবে Chats নামক অপশনটিতে। 

সেখানে যাওয়ার পর একটা সেটিংস দেখতে পাবে Media visibility নামে। এই সেটিংসটা যদি অন থাকে তাহলে হোয়াটসঅ্যাপে কেউ আমাদের ছবি বা ভিডিও পাঠালেই সেটা ফোনের গ্যালারিতে চলে আসবে। 

এবার যদি এই সেটিংস টা অফ করে রাখো তাহলে আর কেউ তোমাকে হোয়াটসঅ্যাপে ছবি বা ভিডিও পাঠালে সেগুলো গ্যালারিতে আসবে না। যদি কোন ছবি বা ভিডিও দরকার পড়ে গ্যালারিতে আনার তাহলে সেই ছবি বা ভিডিওটা ওপেন করে থ্রি-ডট এ ক্লিক করে সেভ অপশন দেখতে পাবে সেই সেভ অপশনে ক্লিক করলেই গ্যালারিতে চলে আসবে।


৯. হোয়াটসঅ্যাপে করা চ্যাট ভবিষ্যতের জন্য সেভ কিভাবে করে রাখবে ?

( WhatsApp a kora chat future er jonyo save kivabe kore rakhbe ? )

এমন অনেক সময় হয় যখন আমরা WhatsApp-এ করা পার্সোনাল চ্যাটগুলো ভবিষ্যতের জন্য রাখতে চায় আমরা একটু একটু করে স্ক্রিনশট দিয়ে রেখে দিই। এতে সময় অনেক লাগে। 

কিন্তু হোয়াটসঅ্যাপে দেওয়া এই গোপন সেটিংস টা থেকে যেকোনো চ্যাটকে আমরা ভবিষ্যতের জন্য সেভ করে রাখতে পারবো। অনেকদিন ধরে করা মেসেজগুলো একটা ছোট্ট ফাইলের মধ্যে সেভ করে রাখতে পারবো। 

এখন প্রশ্ন হল কিভাবে করবো? হোয়াটসঅ্যাপ ওপেন করে যার সাথে করা মেসেজগুলো ভবিষ্যতের জন্য সেভ করে রাখতে চাও। প্রথমে তার চ্যাটটা ওপেন করে নাও এরপর ডান দিকে উপরে থ্রি-ডট এ ক্লিক করো। 

একদম নিচে একটা অপশন পাবে More বলে। ওই More অপশনে গেলে Export Chat নামে একটা অপশন পেয়ে যাবে সেখানে ক্লিক করতে হবে। 

এরপর তোমার কাছে দুটো অপশন আসবে Without media এবং Include media. যদি তুমি শুধু মেসেজগুলো রাখতে চাও ছবি বা ভিডিও বাদ দিয়ে তাহলে without media অপশনে ক্লিক করবে আর যদি মেসেজ সহ ছবি বা ভিডিও সবকিছুই রাখতে চাও তাহলে তোমাকে Include media অপশনে ক্লিক করতে হবে। তবে Without media করলে সঙ্গে সঙ্গে হয়ে যাবে আর include media করলে সময় লাগবে।


১০. Whatsapp এর মধ্যে পার্সোনাল কারো চ্যাট লুকিয়ে রাখবো কিভাবে ?

( Whatsapp er modhye personal karo chat lukiye rakhbo kivabe ? )

আমাদের ফোনগুলো অনেক সময় আমরা ছাড়াও আমাদের বাড়ির লোক, বন্ধু-বান্ধব ব্যবহার করে থাকে। এবার স্বাভাবিকভাবে যদি হোয়াটসঅ্যাপে আমাদের কোন পার্সোনাল চ্যাট থেকে থাকে সেগুলো খুলে দেখতেই পারে। এই ভয়টা একটা রয়েই থাকে আমাদের মধ্যে। 

তাই এই ব্লগের একদম শেষে তোমাদের সাথে শেয়ার করছি হোয়াটসঅ্যাপ এর মধ্যে পার্সোনাল কারো চ্যাট কিভাবে লুকিয়ে রাখবে? 

প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করে নিয়ে যে পার্সোনাল চ্যাটটা লুকিয়ে রাখতে চাও সেটাকে চেপে ধরবে এরপর উপরে অনেকগুলো অপশন চলে আসবে তারই মধ্যে একটা অপশন পাবে বক্স টাইপের সাথে একটা নিচের দিকে তীর চিহ্ন রয়েছে। ওই অপশনটাতে ক্লিক করলেই তোমার ঐ পারসোনাল চেয়ারটা লুকিয়ে যাবে। 

আবার ওই চ্যাটটা ফিরিয়ে আনতে চাইলে Archived লেখার উপর ক্লিক করবে এবং এখানে তুমি লুকানো চ্যাটটা দেখতে পাবে। ওই চ্যাটটাকে আবারো চেপে ধরে উপরের তীর দেওয়া বক্সটাতে ক্লিক করলেই আবারও আগের জায়গায় চলে আসবে।

এই ব্লগটা পড়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেনা সাথে বন্ধুদের সাথেও শেয়ার করে দিও ।।


Abhik Manna

Hii! I'm Abhik Manna. Welcome to my page. I created this page for that friends who want to know about Android Applications, Video Editing, YouTube Tips, Android Secret Tricks, in our sweetest language Bangla.

Previous Post Next Post

Contact Form