Trending Facebook Status Video Editing with Lo-fi Lyrics in Inshot
এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ইনস্টাগ্রামে প্রচুর দেখতে পাবে। আর এরকম স্ট্যাটাস ভিডিও গুলোকে বানিয়ে যদি তুমি instagram এ পোস্ট করো এই রিলসগুলো তোমার instagram এ তাড়াতাড়ি ভাইরাল হবে। এখন ইনস্টাগ্রাম সহ ফেসবুক, হোয়াটসঅ্যাপে প্রচুর জায়গায় এরকম রিলস গুলো ঘুরে বেড়াচ্ছে।
প্রচুর মানুষ সেগুলো দেখছে সাথে সুন্দর সুন্দর কমেন্ট করছে আবার সেগুলোকে তাদের বন্ধুদের সাথেও শেয়ার করছে। এখন তো রিলসের দুনিয়া। বাচ্চা থেকে বুড়ো সবাই এখন রিলসে মত্ত। তাই আজকে একটা সুন্দর রিলস বা স্ট্যাটাস ভিডিও এডিটিং তোমাদের জন্য নিয়ে আসলাম। এই পুরো ব্লগটা যদি ভালোভাবে পড়ো আর স্টেপগুলো দেখে নাও তাহলে মনে হয় না তোমার কাছে এই রিলস টা বানানো খুব কঠিন বলে মনে হবে।
Trending Facebook Status Video Editing with Lo-fi Lyrics in Inshot
বন্ধুরা চার-পাঁচটা ফটো দিয়ে নিজেরাও যদি এরকম একটা সুন্দর স্ট্যাটাস ভিডিও বানাতে চাও তাহলে এই ব্লগটা পুরোপুরি পড়তে থাকো...
সর্বপ্রথম আমাদেরকে ইনশট ওপেন করে নিতে হবে। এরপর আমাদেরকে চলে যেতে হবে ভিডিও অপশনে। ভিডিও অপশনে যাওয়ার পর আমাদেরকে যেতে হবে ফটো অপশনে। ফটো অপশনে যাওয়ার পর প্রথম আমাদেরকে একটা ফটো সিলেক্ট করে নিতে হবে। ফটো সিলেক্ট করে নেওয়ার পর আমাদেরকে চলে যেতে হবে ক্যানভাস অপশনে।
এরপর ৯:১৬ যে রেশিওটা রয়েছে সেটা সিলেক্ট করতে হবে। রেশিওটা সিলেক্ট করার পর ফটো সাইজ টা পুরোপুরি ৫০ করে নেব। এরপর ফটোটাকে ঠিকভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। তোমরা জাস্ট ফটো টাকে হাত দিয়ে ঠিকভাবে অ্যাডজাস্ট করে নেবে।
এরপর যে টিক অপশনটা দেখতে পাচ্ছ সেটাতে ক্লিক করবে তারপর ব্যাক অপশন এসে যেতে হবে এবার ডিউরেশন অপশন। ডিউরেশন অপশনে গিয়ে তুমি যত সেকেন্ড বা মিনিটের জন্য ভিডিওটা বানাতে চাও সেটা তোমাকে এন্টার করতে হবে। এখানে যেহেতু আমি তোমাদেরকে ২০ সেকেন্ডের ভিডিও করে দেখাবো তাই এখানে আমি ২০ লিখলাম তারপর টিক অপশনে ক্লিক করলাম।
এরপর আমাদেরকে যেতে হবে পিআইপি অপশনে। পিআইপি অপশনে গিয়ে আমাদেরকে প্রথমে একটা ভিডিও অ্যাড করতে হবে আর এই ভিডিওটা পেয়ে যাবে নিচে দেওয়া মেটারিয়াল লিঙ্কস থেকে।
এরপর ভিডিওটাকে পাশে দেওয়ার অপশনটাতে ক্লিক করে ফুল স্ক্রিন করে নেব। তারপর ক্রমা অপশনে যাব, ক্রমা অপশনে ক্লিক করার পর গোল সার্কেলটা ড্র্যাগ করে নিয়ে এসে ব্লু কালারটার উপরে ছেড়ে দেব।
এবং নিচে যে স্ট্রেন্থ অপশন টা আছে সেটা ১০০% করে দিয়ে টিক অপশনে ক্লিক করব। এরপর আমাদেরকে এই ভিডিওটা সেভ করে নিতে হবে। ভিডিওটা সেভ করে নেওয়ার পরে ইনশটের হোম পেজে চলে যাব। এরপর আবারো ভিডিও অপশনে ক্লিক করে এবং তারপর ফটো অপশনে গিয়ে বাকি পাঁচটা ফটো অ্যাড করে নেব।
এই পাঁচটা ফটো এড করা হয়ে গেলে ক্যানভাস অপশনে চলে যাব তারপর পাঁচটা ফটোকেই ঠিকভাবে এডজাস্ট করবো যেমন ভাবে ভিডিওটা দেখানো হয়েছে। অ্যাডজাস্ট করা হয়ে গেলে ডবল টিকে ক্লিক করে দেব এরপর যে ভিডিওটা আগে সেভ করে রেখেছিলাম সেটাকে পি আই পি অপশন থেকে এড করে নেব এবং ভিডিওটাকে ফুল স্ক্রিন করে নেব পাশে দেওয়া অপশনটাতে ক্লিক করে এরপর এই ভিডিওটাকে সিলেক্ট করে চলে যাব ক্রমা অপশনে। ক্রমা অপশনে গিয়ে আবারো গোল সার্কেলটাকে গ্রীন কালারের উপর নিয়ে এসে ড্রাগ করে দেব তারপর ট্রেন্ড অপশন এ গিয়ে এটা কেউ ১০০ পার্সেন্ট করে নেব।
এরপর টিক অপশনে ক্লিক করে দেব। এরপর আবারও একটা এফেক্ট ভিডিও দেওয়া রয়েছে মেটেরিয়াল লিঙ্কসে ওটা ডাউনলোড করে পিআইপি অপশনে গিয়ে অ্যাড করে নেব তারপর সেটাকে পাশের অপশনটাতে দুবার ক্লিক করে ফুল স্ক্রীন এডজাস্ট করে নেব এবং ব্লেন্ড অপশনে গিয়ে স্ক্রিন সিলেক্ট করে নেব তারপর আবারো পি আই পি অপশনে যাব এরকম ব্লাক স্কিন লিরিক্স স্ট্যাটাস ভিডিও এড করে নেব।
এই ব্ল্যাক স্কিন লিরিক্স স্ট্যাটাস ভিডিও গুলো পাব কোথা থেকে? এর জন্য তোমাকে ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে ব্ল্যাক স্ক্রিন লিরিক্স স্ট্যাটাস এবং যে গানটার ওপর নিতে চাও সেটা লিখে সার্চ দিতে হবে তারপর যে কোন ভিডিও ডাউনলোডার অ্যাপ দিয়ে ডাউনলোড করে নিলেই হয়ে যাবে।
এখানে আমি নিজের পছন্দ মত একটা ব্ল্যাক স্কিন লিরিক্স স্ট্যাটাস ভিডিও নিয়ে নিলাম। তারপর সেটাকে ব্লেন্ড অপশনে গিয়ে স্ক্রিন সিলেক্ট করে নিলাম। এবং অবশেষে আমাদের পুরো ভিডিওটা রেডি। তার আগে ভিডিও লেয়ার এ গিয়ে এক্সট্রা পার্টগুলো ডিলিট করে দেব এবং শেষে আমরা ভিডিওটা সেভ করে নেব।
• Template Video : Click to Download
এবারে স্ট্যাটাস ভিডিওটা বানিয়ে তোমরা instagram, facebook, whatsapp সহ যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তোমরা পোস্ট করতে পারবে।
• Effect Video : Click to Download
এই ভিডিওতে যে এফেক্ট এর ভিডিও টা ইউজ করছিলাম সেটা ডাউনলোড করার জন্য উপরের লিংকটা ক্লিক করো এরপর গুগল ড্রাইভে গিয়ে সহজেই ডাউনলোড করে নিতে পারবে।
• Black Screen Lyrics : Click to Download
এই ভিডিও গুলো বানানোর পর যখন ইনস্টাগ্রাম রিলস হিসাবে পোস্ট করবে তখন এই ট্যাগগুলো ব্যবহার করতে পারো....jamon dhoro use korlam instagram viral reels editing ba lofi video editing nahole lofi remix status,lofi remix status full screen,new trending instagram status video editing inshot.
Erokom koto j viral viral tag ache use korar jonyo achcha dhoro lofi remix status love,instagram trending reels editing,new lofi status video editing inshot,instagram trending viral lofi remix song ebong lofi remix status video editing trending lofi remix video editing,love lofi remix status video editing inshot,instagram lofi remix reels video editing.