Happy Birthday Status Video Editing Tutorial in Inshot & Material Download

Happy Birthday Status Video Editing Tutorial in Inshot

আমরা দেখে থাকি অনেকেই তাদের বন্ধু, বান্ধবী প্রিয় মানুষ বা ফ্যামিলির কারো বার্থডেতে উইশ করার জন্য ফেসবুক, হোয়াটসঅ্যাপ - এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে বার্থডে রিলেটেড স্ট্যাটাস লাগিয়ে থাকে। আমরাও যখন আমাদের বন্ধু বা অন্য কাউকে বার্থডে উইশ করার থাকে তখন নরমালি কিছু লাইন বা ফটোর সাথে কিছু লিখে দিই। 

সুতরাং, আজ এই পোস্টে শেয়ার করবো যখন তোমার কোনো বন্ধু বা প্রিয় মানুষকে বার্থডে তে উইশ করার থাকবে, তখন সাধারণ ফটোর সাথে টেক্সট না লিখে তার কয়েকটা ফটো দিয়ে একটা সুন্দর স্ট্যাটাস ভিডিও তৈরি করে উইশ করতে পারো। এরকম বার্থডে স্ট্যাটাস ভিডিওগুলো কিভাবে এডিট করতে হয় ?
      
 আজকে যে বার্থডে সম্পর্কিত স্ট্যাটাস ভিডিওটা এডিট করব এটা আমরা ইনশট অ্যাপ্লিকেশন দিয়ে সবথেকে সহজ এবং সরল ভাবে এডিট করা শিখবো।



হ্যাপি বার্থডে সম্পর্কিত এই স্ট্যাটাস ভিডিওটা এডিট করতে inshot apps লাগছে আর সাথে দরকার হবে কয়েকটা মেটেরিয়াল যেমন - Intro video, Effect video, Colour shadow, Png, কি গানের উপরে স্ট্যাটাস ভিডিওটা বানাবে সবকিছুই মেটেরিয়াল লিংকসগুলি থেকে পেয়ে যাবে। 

মেটারিয়াল লিংকসগুলি কোথা থেকে পাবে ??

এই পোস্টটা যখন ভালোভাবে পড়বে ভিডিওর প্রতি মেটারিয়াল সম্পর্কিত লিংকস এখানেই পেয়ে যাবে।
লিংকসগুলো ওপেন করে মেটেরিয়াল গুলি নিয়ে নিতে পারবে এবং বার্থডে স্ট্যাটাস ভিডিওটা এডিটিং করার জন্য ব্যবহার করতে পারবে।



ইনশট দিয়ে বার্থডে স্ট্যাটাস ভিডিও এডিটিং করার জন্য স্টেপগুলি হল : 

স্টেপ ১: প্রথমে প্লে স্টোর থেকে inshot অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। এরপর ফোনেতে inshot ওপেন করে নিতে হবে। Inshot ওপেন করে নেওয়ার পর দেখতে পাবে লেখা রয়েছে CREATE NEW. ঠিক এর নীচে রয়েছে তিনটে অপশন Video, Photo, Collage. এবার তোমাকে ভিডিও অপশন এ ক্লিক করতে হবে।

স্টেপ ২ : ভিডিও অপনে ক্লিক করার পর প্রথমেই দেখতে পাবে New Option. এখন তোমাকে এই নিউ অপশনে ক্লিক করতে হবে। এরপর আবারো উপরে তিনটি অপশন দেখতে পাবে Video, Photo, All. প্রথমে ভিডিও অপশনে গিয়ে একটা ইন্ট্রো ভিডিও সিলেক্ট করতে হবে সাথে যার বার্থডে এর জন্য এই স্ট্যাটাস ভিডিও বানাতে চাইছো তার মোট ৯ টা ফটো সিলেক্ট করতে হবে । ইন্ট্রো ভিডিও এবং ৯ টা ফটো সিলেক্ট করে নিচে যে টিক অপশন আছে ওখানে ক্লিক করতে হবে। 

[Note : ইন্ট্রো ভিডিও টা পাব কোথা থেকে? 
এর জন্য নিচে দেওয়া ক্লিক হেয়ার টু ডাউনলোড এ ক্লিক করো এবং যে কোন একটা জিমেইল সিলেক্ট করে নিয়ে ডাউনলোড করে নাও।]

1. Intro Video : Click here to Download

স্টেপ ৩ : এরপর ইন্ট্রো ভিডিওর ফটোগুলো ইনসটে অ্যাড করে নেওয়ার পর একদম প্রথমে ক্যানভাস অপশনে যেতে হবে। তার মধ্যে ৯:১৬ যে স্ক্রিন রেশিওটা রয়েছে সেখানে ক্লিক করে নিতে হবে। এরপর আবার ডবল টিক অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ ৪ : এরপর যে ৯ টা ফটো নিয়েছিলাম সেগুলোকে ফুল স্ক্রিনে এডজাস্ট করে নিতে হবে। এর জন্য একটা ফটো সিলেক্ট করতে হবে তারপর একইভাবে ক্যানভাস অপশনে যেতে হবে। সেখানে গিয়ে একটা সাইজ বাড়ানো-কমানোর লাইন দেখতে পাবে ওটাকে পুরোপুরিভাবে ৫০ করে ফটোগুলোকে ফুল স্কিন সাইজে অ্যাডজাস্ট করতে হবে। বাকি ফটোগুলোকেও একই ভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। 

স্টেপ ৫ : ঠিকঠাক ভাবে অ্যাডজাস্ট করা হয়ে গেলে এরপর চলে যাব একদম প্রথম ফটোটার কাছে। প্রথম ফটোটা সিলেক্ট করে চলে যাবে ফিল্টার অপশনে। এরপর ফটোটাকে একটু নরমাল এডিট করে নিতে হবে। এর জন্য চলে যাব অ্যাডজাস্ট অপশনে। এখানে গিয়ে ফটো টাকে এডিট করার জন্য প্রথমে কন্ট্রাসটাকে একটু কমিয়ে দেব, স্যাচুরেশন টা কেও একটু কমিয়ে দেব এবং শ্যাডো টা কেও কমিয়ে নিয়ে একটু এডিট করে নিতে হবে। এরপর ডবল টিকে ক্লিক করে অ্যাডজাস্ট অল ক্লিক করে নিলে ওই ফটোটা সহ বাকি সব ফটোগুলোতেও এডিটটা অ্যাডজাস্ট হয়ে যাবে। 

এবার আমাদের কাজ হবে ফটোগুলোর মধ্যে ডিউরেশন সেট করে নেওয়া। তো যে কোন একটা ফটো সিলেক্ট করে নেব এবং চলে যাব ডেকোরেশন অপশনে। ডিউরেশন অপশনে যাওয়ার পর এখানে দেখতে পাবে ৫.০ সেকেন্ড লেখা রয়েছে ওটাকে কমিয়ে ১.২ সেকেন্ড করে নিতে হবে।
এবং তারপর ডবল টিকে ক্লিক করে অ্যাডজাস্ট অল করে নিলেই সব ফটোর ডিউরেশন সেট হয়ে যাবে। 

স্টেপ ৬ : এরপর যে ৯টা ফটো আমরা নিয়েছি সেগুলোর মধ্যে আমরা আলাদা আলাদা অ্যানিমেশন এড করব। প্রথমে একটা ফটোকে সিলেক্ট করব তারপর ওপরে যে অ্যানিমেশন অপশন টা আছে সেটার ওপর ক্লিক করব। এরপর চলে যাব কম্বো অপশনে। তারপর অনেকগুলো অ্যানিমেশন দেখতে পাবে তারই মধ্যে দুটো অ্যানিমেশন দেখতে পাবে সুইং এল এবং সুইং আর। এই প্রথম ফটোটাতে আমরা সুইং এল অ্যানিমেশনটা অ্যাড করব তারপর টিক অপশনে ক্লিক করব। 

ঠিক একইভাবে সেকেন্ড ফটোটা সিলেক্ট করব, আবার এনিমেশনে গিয়ে কম্বো অপশনে চলে যাব তারপর সুইং আর এনিমেশন টা অ্যাড করে নেব। এইভাবে আমাদেরকে একটা ফটোতে সুইং এল অ্যানিমেশন আবার পরের টাই সুইং আর এনিমেশন অ্যাড করে নিতে হবে। এইভাবে মোট ৯ টা ফটোতেই অ্যানিমেশন এড করে নিতে হবে।

স্টেপ ৭ : ফটোগুলোর মধ্যে অ্যানিমেশন অ্যাড করা হয়ে গেলে চলে আসবো প্রথম ফটোটার কাছে এরপর উপরে দেওয়া pip অপশনে ক্লিক করে নেব। Pip অপশনে গিয়ে আবারো একটা pip অপশন পেয়ে যাবে সেখানে ক্লিক করে দিতে হবে। তারপর ফটো অপশনে গিয়ে রেড কালারের শ্যাডো টাকে অ্যাড করে ফুল স্ক্রিন করে নেব। তারপর লেয়ার থেকে red shadow টা সিলেক্ট করে শেষে ক্লিক করলে দুটো অপশন পাবে তার মধ্যে ভিডিও এন্ড অপশনটাতে ক্লিক করে নিতে হবে। 

[Note : এই রেড কালার এর শ্যাডো টা পেতে হলে নিচে দেওয়া ক্লেক হেয়ার টু ডাউনলোড এ ক্লিক করো।]

2. Red Shadow :  Click here to Download

      এরপর আবারো চলে যাব pip অপশনে এবং তারপর ক্লিক করব ফটো অপশনটাতে। তারপর সেখান থেকে এই হ্যাপি বার্থডে পিএনজিটা নিয়ে নেব এবং সেটার সাইজ বাড়িয়ে নিচে নিয়ে এসে ঠিকভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দেব। তারপর লেয়ারে গিয়ে বার্থডে পিএনজি টাকেও সিলেক্ট করে এটাকেও ভিডিও এন্ড করে নেব।

3. Birthday PNG : Click here to Download

     আবারো pip অপশনে যাব তারপর ভিডিও অপশন থেকে একটা এফেক্ট ভিডিও দেওয়া রয়েছে সেটা অ্যাড করে নেব। এফেক্ট ভিডিও অ্যাড করার পর এটা কেউ ফুল স্ক্রিন করে নেব। তারপর ব্লেন্ড অপশনে গিয়ে অনেকগুলো অপশন দেখতে পাবে তার মধ্যে স্ক্রিন অপশনটা সিলেক্ট করে নিতে হবে। আবারও একবার pip  অপশনে গিয়ে আরও একটা এফেক্ট ভিডিও রয়েছে সেটা অ্যাড করে নেব। একইভাবে এই এফেক্ট ভিডিওটাকে ফুল স্ক্রিন করে নিয়ে চলে যাব ব্লেন্ড অপশনে তারপর স্ক্রিন অপশনটা সিলেট করে নিতে হবে। 

4. Effect Video 1 : Click here to Download

5. Effect Video 2 : Click here to Download

    এরপর একদম ভিডিওর প্রথমে চলে যাব । এবার আমাদেরকে বার্থডে স্ট্যাটাস ভিডিওটার জন্য একটা ভালো গান অ্যাড করে নিতে হবে। এর জন্য প্রথমে মিউজিক অপশনে চলে যাব তারপরে এই বার্থডে স্পেশাল গানটা অ্যাড করে নেব। তোমরা চাইলে তোমাদের পছন্দের গান অ্যাড করতে পারো। অবশেষে আমাদের স্ট্যাটাস ভিডিও এডিটিং কমপ্লিট। 



Happy Birthday Status Video Editing Tutorial in Inshot

সংক্ষেপে, নিজের বন্ধু-বান্ধবী বা কারো জন্যে হ্যাপি বার্থডে স্ট্যাটাস ভিডিও এডিট করতে চাইলে সবার প্রথমে তোমাকে নিয়ে নিতে হবে inshot অ্যাপ্লিকেশন এবং স্ট্যাটাস ভিডিওটা বানানোর জন্য কিছু মেটেরিয়াল যেগুলো এই ব্লগেই দেওয়া রয়েছে। প্রথমে inshot ওপেন করে নিয়ে মেটেরিয়াল থেকে ডাউনলোড করা ইন্ট্রো ভিডিওর সাথে ৯ টা ছবি অ্যাড করে নিতে হবে। এরপর ক্যানভাস অপশনে গিয়ে স্ক্রিন সাইজ ৯:১৬ রেখে সব ফটোগুলোকে ফুল স্ক্রিনে অ্যাডজাস্ট করে নিতে হবে। এরপর ফটোগুলোর ডিউরেশন ১.২ সেকেন্ড করে নিয়ে তার মধ্যে একটা বেসিক কালার এডিট করে নিতে হবে। তারপর বাকি ৯ টা ফটো গুলোর মধ্যে আলাদা আলাদা অ্যানিমেশন সুইং এল এবং সুইং আর এনিমেশনস অ্যাড করে নিতে হবে। অ্যানিমেশন সেট করা হয়ে গেলে একদম প্রথম ফটোটার কাছে এসে pip অপশন থেকে একটা রেড কালারের শ্যাডো পিএনজি নিয়ে ফুল স্ক্রিনে অ্যাডজাস্ট করে নিতে হবে। এরপর আবারও pip অপশন থেকে দুটো এফেক্ট ভিডিও আলাদা আলাদা করে নিয়ে ফুল স্ক্রীন করে নিতে হবে। এরপর দুটো এফেক্ট ভিডিও কেই আলাদা করে করে ব্লেন্ড অপশনে গিয়ে স্ক্রিন সিলেক্ট করে নিতে হবে। 

এবং শেষে একটা গান অ্যাড করে নিতে হবে। অবশেষে আমাদের স্ট্যাটাস ভিডিও এডিটিং কমপ্লিট। এরপর ভিডিওটা কে হাই কোয়ালিটিতে এক্সপোর্ট করে নিতে হবে।

Mr. Abhi

Hii! I'm Abhik Manna. I'm Part time Blog writer and Professional Youtuber. I created this site for that friends who want to know about Editing and Technology in our sweetest language Bangla.

Previous Post Next Post

Contact Form