হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগালে ফটো বা ভিডিও কোয়ালিটি একদম নষ্ট হয়ে যায়।। এর সমাধান কি?
হোয়াটসঅ্যাপ হল বর্তমান দিনে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং বা চ্যাটিং অ্যাপস। আগেকার দিনে এক নাম্বার থেকে অন্য নাম্বারে মেসেজ করতে হলে ফোনের সাধারণ মেসেজিং অ্যাপস ব্যবহার করতে হতো। যেখানে প্রতি মেসেজের পিছনে টাকা দিতে হতো আমাদের সিম কোম্পানি গুলিকে। যদিও এখন আনলিমিটেড কলের মেসেজ প্যাক ফ্রি দেওয়া থাকে সেটাও লিমিটেড।
কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে প্রতিদিন আমরা কত মেসেজ করতে পারি শুধুমাত্র Data-র বিনিময়। চ্যাটিং ছাড়াও হোয়াটসঅ্যাপে রয়েছে, ভয়েস কলিং, ভিডিও কলিং, অনলাইন ব্যবসা, অনলাইন পেমেন্ট আরও কত কিছুর সুযোগ। তাইতো আমরা হোয়াটসঅ্যাপ কে বর্তমান দিনে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপস বলে থাকি। হোয়াটসঅ্যাপ আসার পর থেকে আমাদের মেসেজিং খরচ টা অনেক কমে গেছে।
Whatsapp স্ট্যাটাস যেখানে আমরা দৈনন্দিন জীবনে আমাদের সাময়িক মুহূর্তগুলো ছবি বা ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি। নিজের তোলা সেলফি, ফটোগ্রাফি, বন্ধুর জন্মদিনে উইশ করার জন্য তার ফটো বা ভিডিও, এছাড়াও সিনেমাটিক স্ট্যাটাস গুলো লাগিয়ে থাকি।
Whatsapp এ স্ট্যাটাস দেওয়ার সময় যখন ছবি বা ভিডিও অ্যাড করি তখন যে কোয়ালিটি টা থাকে, স্ট্যাটাস আপলোড হয়ে গেলে তার কোয়ালিটি একদম নষ্ট হয়ে যায়। আমরা যতই 4K, HD কোয়ালিটি স্ট্যাটাস আপলোড করে থাকি না কেন স্ট্যাটাস আপলোড শেষ হলেই ছবি বা ভিডিওর কোয়ালিটি একদম Low হয়ে যায়। আর মন খারাপের তো একটা বিষয় হয়েই থাকে।
তাই আজকের পর থেকে whatsapp এ স্ট্যাটাস দেয়ার সময় আর মন খারাপ করতে হবে না। কারণ আমি তোমাদের সাথে শেয়ার করব হোয়াটসঅ্যাপের মধ্যে থাকা গোপন একটা ট্রিক্স।
হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগালে ফটো বা ভিডিও কোয়ালিটি একদম নষ্ট হয়ে যায়.....
হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস কিভাবে লাগালে তার কোয়ালিটি নষ্ট হবে না। অর্থাৎ নিজের ছবি বা ভিডিও কিভাবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আপলোড করলে কোয়ালিটি একদম খারাপ হবেনা অরিজিনাল কোয়ালিটিই থাকবে।
আসুন এই ব্লগের মাধ্যমে জেনে নিই.....
Step 1 : প্রথমে তোমাকে ফোনেতে whatsapp টা ওপেন করে নিতে হবে। এরপর তুমি যাদের সাথে চ্যাটিং করছ সেগুলোর সাথে নিচে একটা সবুজ কালারের ছোট্ট বক্স দেখতে পাবে যার মধ্যে একটা + আইকন দেখতে পাবে। ওই + আইকনটিতে ক্লিক করতে হবে।
Step 2 : এরপর তোমার ফোনে যত Contact সেভ করা আছে সব তোমার কাছে শো করবে। এখন তোমাকে একদম উপরে যে Contact টা রয়েছে যার নিচে ইংরেজিতে ছোট ছোট করে লেখা রয়েছে 'Message yorself' ওটা হল তোমার নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারের চ্যাটিং অপশন। ওখান থেকে তুমি নিজের গোপন তথ্য, যা কিছু লিখতে পারবে। এবার ওই Contact অর্থাৎ Message yourself এর উপরে ক্লিক করতে হবে।
Step 3 : এরপর মেসেজ বক্সের যে ক্যামেরা আইকনটি রয়েছে যেখান থেকে ছবি বা ভিডিও সেন্ড করে থাকো। এখন ওই ক্যামেরা অপশনে ক্লিক করে যে ছবি বা ভিডিওটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে লাগাতে চাও সেটা সিলেক্ট করো। এবং উপরে দেওয়া HD অপশনে ক্লিক করো। তারপর নিচে দেওয়া HD quality অপশনটা সিলেক্ট করে সেন্ড করে দাও নিজেরই ওই নাম্বারটাই।
Step 4 : এরপর ছবিটার নিচে নীল কালারের ডবল ঠিক হয়ে গেলে ওই ফটো বা ভিডিওটাকে হোল্ড করো। এবং উপরে দেওয়া শেয়ার অপশন বা তিনটে ডট দেওয়া অপশনে গিয়ে শেয়ার অপশন দেখতে পেলে ওটাতে ক্লিক করো এরপর শুধু whatsapp টা সিলেক্ট করো।
Step 5 : এরপর উপরেই অপশন পেয়ে যাবে 'My Status' ওই অপশনটাতে ক্লিক করো। নিজের মতো ক্যাপশন লেখো দিতে চাইলে এবং নিচে আরেকটা স্ট্যাটাস অপশন দেখতে পাচ্ছ ওখানে গিয়ে তুমি কাদের স্ট্যাটাস টা দেখাতে চাও তাদের সিলেক্ট করে Done অপশন ক্লিক করো। এরপর Send অপশনে ক্লিক করে দাও।
ব্যাস তোমার হোয়াটসঅ্যাপে দেওয়া স্ট্যাটাসের কোয়ালিটি একদম অরিজিনাল থাকবে, একটুকুও নষ্ট হবেনা। এবার থেকে যখনই হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগাতে চাইবে এই স্টেপগুলো ফলো করে করে লাগিয়ে দেবে।
দেখবে স্ট্যাটাসের কোয়ালিটি একটুকুও নষ্ট হবে না একদম অরিজিনাল থাকবে। হোয়াটসঅ্যাপের এই গোপন features টা ভালো লেগে থাকলে বা তোমার দরকারে লেগে থাকলে তোমার পছন্দের মানুষ বা বন্ধুগুলোর সাথে শেয়ার করে দিও।
হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগালে ফটো বা ভিডিও কোয়ালিটি একদম নষ্ট হয়ে যায়।। এর সমাধান কি?
সংক্ষেপে, হোয়াটসঅ্যাপে অরিজিনাল কোয়ালিটির ছবি বা ভিডিও কিভাবে স্ট্যাটাসে শেয়ার করবে? হোয়াটসঅ্যাপ ওপেন করো নিচে একটা + আইকন দেখতে পাবে।
এরপর ওই + আইকনে ক্লিক করে প্রথমেই নিজের নাম্বার অথবা একটা লেখা দেখতে পাবে Message yourself নামে লেখা, ওটাতে ক্লিক করতে হবে। এরপর যে ফটো বা ভিডিও অরিজিনাল কোয়ালিটি স্ট্যাটাসে পোস্ট করতে চাও সেটা মেসেজ বক্সে দেওয়া ক্যামেরা আইকন থেকে সিলেক্ট করে এইচডি কোয়ালিটি সিলেক্ট করে নিতে হবে।
এরপর সেটা সেন্ড করে দিয়ে তার ওপর চেপে ধরলে উপরে শেয়ার অপশন পেয়ে যাবে। তারপর শেয়ার এ ক্লিক করে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করতে হবে এবং স্ট্যাটাস লাগিয়ে দিলেই অরিজিনাল কোয়ালিটি পোস্ট হয়ে যাবে।
FAQs
১. হোয়াটসঅ্যাপের মূল উদ্ভাবক কে ?
-> ব্রায়ান অ্যাক্টন ও জান কোম ।
২. হোয়াটসঅ্যাপ কবে সংস্করণ হয়েছিল ?
-> জানুয়ারি ২০০৯; ১৫ বছর আগে ।
৩. হোয়াটসঅ্যাপে কয়টি ভাষা উপলব্ধ রয়েছে ?
-> iOS : ৪০ টি এবং Android : ৬০ টি