ইউটিউব ভিডিও সহজে ভাইরাল করা শিখুন || Viral Your Youtube Videos

ইউটিউব ভিডিও ভাইরাল কিভাবে করতে হয় ?

ইউটিউব থেকে তো একটা বড় মাপের আয় করা যায় সকলে জেনে গেছি। কিন্তু ইউটিউব থেকে আয় করার জন্য সঠিক নিয়ম মেনে ভিডিও আপলোড করতে হয়। শুধু ভিডিও আপলোড করলেই ভিডিও কখনও ভাইরাল হবে না। 

আর ভিডিও ভাইরাল না হলে চ্যানেলে মনিটাইজেশন সম্পূর্ণ হবে না এবং এক টাকাও আয় হবে না। একটি ভিডিও প্রফেশনালি ভাবে আপলোড করতে হলে সঠিকভাবে SEO করা দরকার হয়। সঠিকভাবে SEO করতে পারলে তবেই তোমার ভিডিও সার্চ র‍্যাংকে আসবে।

ইউটিউব ভিডিও ভাইরাল কিভাবে করতে হয় ?


আচ্ছা এই SEO টা কি ?

SEO যার পুরো নাম হল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যখন তুমি ইউটিউবে একটা কোন ভিডিও সার্চ করো ওই টপিক সংক্রান্ত প্রচুর ভিডিও ইউটিউব আমাদেরকে রেজাল্টে শো করায়। এখন মনে করো সার্চের প্রথমেই যে ভিডিওটা এসেছে সেটার ভিউ এক লাখের বেশি এবং এর পরের ভিডিও গুলোর ভিউ হাজারের কাছাকাছি। 

এখন প্রশ্ন হচ্ছে এত ভিডিও থাকতে ওই ভিডিওটাতেই কেনো এক লাখের বেশি ভিউ হলো, কেনই বা ওটা সার্চ রেজাল্টের প্রথমেই আসছে? বাকি ভিডিওগুলোও তো আসতে পারতো। কারণ ওই এক লাখ ভিউয়ের ভিডিওটাতে সঠিক SEO করা হয়েছে। তাই সার্চ লিস্টের একদম প্রথমে চলে এসেছে।

আমরাও যদি শুধু ভিডিও আপলোড না করেই যদি সঠিক SEO করে ভিডিও আপলোড করি। আমাদেরও ভিডিও ভাইরাল হবে এবং ইউটিউব সার্চ লিস্ট এর প্রথম রেজাল্টে আসবে। কিন্তু ভিডিও ভাইরাল করার জন্য এই SEO কিভাবে করে? চলো এই ব্লগের মাধ্যমে একদম পুরোটা জেনে নিই।


ভিডিও ভাইরাল করার প্রথম স্টেপ :

নিজের মনের মত একটা ভিডিও বানালে আর সেটা ইউটিউবে আপলোড করে দিলে সেই ভিডিওটা কোনদিনও ভাইরাল হবে না। 

ভিডিও ভাইরাল করতে চাইলে বা YOUTUBE এ তাড়াতাড়ি সফল হতে চাইলে সবার প্রথমে যে কাজটা করতে হবে ঠিকঠাক টপিক সিলেক্ট করা। এরপর কোন ভিডিওটা এখন ট্রেন্ডিং -এ রয়েছে? কোন টপিকের উপর বেশি আলোচনা হচ্ছে? কীরকম ভিডিও দেখতে মানুষজন বেশি পছন্দ করছে সবথেকে বেশি নজরটা ওখানেই রাখতে হবে। 

যত বেশি ট্রেন্ডিং টপিকের সাথে চলবে তত তাড়াতাড়ি তোমার ভিডিওতে ভিউস আসতে শুরু করবে আর চ্যানেলেও তাড়াতাড়ি গ্রো করবে।

ট্রেন্ডিং টপিক পাবো কোথা থেকে ?

ভিডিও তাড়াতাড়ি ভাইরাল করার জন্য সবথেকে গুরুত্ব হল ট্রেন্ডিং টপিকে ভিডিও বানানো। কিন্তু এই trending topic কোথা থেকে পাবো ? উত্তর হল খুব সহজ। ট্রেন্ডিং টপিক পাওয়ার জন্য তোমাকে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল এরকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো আরো বেশি করে ব্যবহার করতে হবে। 

তোমার টপিক সংক্রান্ত ইউটিউবে ভিডিও দেখো সাথে কমেন্ট চেক কর দেখো মানুষজন কি চাইছে? যেটা খুঁজতেছিলে পেয়ে যাবে। Youtube এ না পেলেও চলে যাও ফেসবুক আর ইনস্টাগ্রামে। ভিডিও দেখো সেখানে কমেন্ট চেক করো। প্রতিদিন নানা ট্রেন্ডিং টপিক পেয়ে যাবে। এবার সেগুলোর উপর নিজের মতো করে ভিডিও বানাও।

ইউটিউব, ফেসবুক ঘুরে ট্রেন্ডিং টপিক তো পেয়ে গেলাম আর ভালোভাবে এডিটও করলাম। এবার কি ইউটিউবে আপলোড করে দিলেই ভাইরাল হয়ে যাবে। না একদমই নয়। এবার তো আমাদেরকে সঠিকভাবে SEO করতে হবে।


ভিডিও আপলোড করার সঠিক নিয়ম :

সাধারণত আমরা যখন ভিডিও আপলোড করি ভিডিওতে কোনরকম একটা থাম্বনেল, লম্বা একটা টাইটেল, সাধারণ ডেসক্রিপশন আর কয়েকটা ট্যাগ অ্যাড করে আপলোড করে দিই। এখানে সম্পূর্ণ SEO টা ভুল করলাম। ভিডিও সার্চ র‍্যাংক এ যাওয়া তো দুরের কথা সার্চ লিস্টেই খুঁজে পাওয়া যাবে না।

তাই আমাদের একদম দেখে শুনে প্রতিটা জিনিসের জন্য আলাদা আলাদা যেমন ভিডিওর টাইটেল আলাদাভাবে SEO করতে হবে, ডেসক্রিপশন আলাদাভাবে SEO করতে হবে এবং ট্যাগের জন্য আলাদাভাবে SEO করতে হবে।

চলো এবার আমি তোমাদের YOUTUBE এ ভিডিও আপলোড করা শুরু থেকে একদম SEO করা পর্যন্ত বিস্তারিত জানাবো।

ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য তোমরা মোবাইলও ব্যবহার করতে পারো বা কম্পিউটারও ব্যবহার করতে পারো। কম্পিউটার ব্যবহার করলে তোমাদের গুগল ক্রোম ব্যবহার করতে হবে আর মোবাইলে আপলোড করতে চাইলে গুগল ক্রোমও ব্যবহার করতে পারো আবার ইউটিউব অ্যাপ্লিকেশনও ব্যবহার করতে পারো।

  • THUMBNAIL SEO কিভাবে করবে ?

আচ্ছা ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার পর প্রথম আমাদের Thumbnail অ্যাড করতে হয় তাই আমাদেরকে প্রথমে Thumbnail এর ওপর SEO করতে হবে। 

থাম্বনেল বানানোর জন্য তোমরা Canva, Photoshop এবং PixelLab এর মধ্যে যেকোনো একটা ইউজ করতে পারো। তবে আমি তোমাদের সাজেশন করব মোবাইল ফোনে যদি Thumbnail বানাও তাহলে PicsArt বা PixelLab use করতে। 

এবার Thumbnail SEO টা কিভাবে করবে ? দেখো Thumbnail আমাদেরকে এমন ভাবে বানাতে হবে যাতে করে যে কোন ভিউইয়ার্সদের চোখে দ্রুত attraction হয়। এতে করে সে দেখার সাথে সাথেই ক্লিক করতে বাধ্য হবে। আর Thumbnail এ attraction আনার জন্য আমাদেরকে প্রথম প্রথম অল্প ক্লিক-বেট করতে হবে। 

মানে থাম্বনেল এর মধ্যে এমন কিছু ছবি বা টেক্সট লিখতে হবে যেটা ভিউয়ার্সদের খুব সহজেই চোখে পড়ে। তবে এই নয় যে ভিডিওতে একরকম বলেছো আর থাম্বনেল এ একরকম ক্লিক-বেট করেছো। অবশ্যই তোমাকে তোমার ভিডিও রিলেটেড ক্লিক-বেট রাখতে হবে। 

কারণ একটা মানুষ তখন তোমার ভিডিওটা ক্লিক করে দেখবে যখন তোমার থাম্বনেলটা তার নজর কাড়বে। এমন অনেকেই আছে যারা Attractive Thumbnail বানাতে পারো না তাদেরকে আমাদের টিম সহযোগিতা করবে। তার জন্য আমাদের ইনস্টাগ্রামে ফলো দিয়ে মেসেজ করতে পারো।

  • TITLE SEO কিভাবে করবে ?

ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ SEO হল ভিডিও টাইটেল SEO করা। আমরা যখন ইউটিউবে কোনও ভিডিও সার্চ করে থাকি সাধারণত আমরা কীভাবে সার্চ করে থাকি? মনে করো আমার একটা ভিডিও দরকার ইউটিউবে কিভাবে চ্যানেল খুলতে হয়?

তাহলে আমি ইউটিউবে সার্চ করবো "How to open a YouTube Channel". এবার ইউটিউব কি করবে। ইউটিউব সেই সমস্ত ভিডিওগুলো আমার সামনে নিয়ে আসবে, যেগুলোর টাইটেল আমার করা সার্চ এর সাথে মিল থাকবে। ব্যাস এটুকু যদি বুঝে যাও তাহলে তোমার Title SEO করতে একটুকুও সমস্যা হবে না।

আমরা যখন কোনও ভিডিও বানাবো সেই ভিডিওর টাইটেল তাহলে কিভাবে লিখবো ? কিভাবে লিখলে ভিডিও টাইটেল সম্পূর্ণ SEO র‍্যাংকে যাবে। এর জন্য আমি তোমাদের দুটো স্টেপ বলে দেবো যেখান থেকে তোমার ভিডিওর জন্য বেস্ট টাইটেল লিখতে পারবে।

স্টেপ ১ : যে টপিকের ওপর ভিডিও বানিয়ে আপলোড করতে চাইছো সেটা আগে ইউটিউবে সার্চ করো। সার্চ করলে দেখবে ওই টাইটেল রিলেটেড প্রচুর ভিডিও তোমার সামনে চলে এসেছে। এখন তোমাকে টপ ৫টা ভিডিওর টাইটেল নোটবুকে নোট করে নিতে হবে। এবার ওই ৫টা টাইটেল দেখে তোমাকে একটা স্পেশাল টাইটেল বানাতে হবে।

 

যেমন ধরো একটা ভিডিওর টাইটেল থেকে নিলে "How to open a Youtube channel" আর একটা ভিডিওর টাইটেল থেকে নিলে "ইউটিউব চ্যানেল কিভাবে ওপেন করতে হয়" তাহলে তোমার স্পেশাল SEO টাইটেলটা হবে "How to open a Youtube Channel || ইউটিউব চ্যানেল কিভাবে ওপেন করতে হয়" ব্যাস এইভাবে যদি টাইটেল লেখা শিখে যাও তোমার ভিডিও কে সার্চ র‍্যাংকে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না।


স্টেপ ২ : স্টেপ ২তে আমরা সাহায্য নেব ও এর। Google এ গিয়ে আমরা সার্চ করবো Video Title Generator. অনেক সাইট আসবে যেগুলোর মধ্যে আমাদের ভিডিও রিলেটেড কিছু লিখলেই বেশ টাইটেল আমাদের সাজেশন করে দেবে। যেগুলো তোমরা কপি করে নিয়ে ভিডিওতে ব্যবহার করতে পারবে।


  • DESCRIPTION SEO কিভাবে করবে ?

Description এর SEO করার জন্য বেশিরভাগটা আমরা নিজে থেকে সাজিয়ে লিখব কিছুটা গুগলের সাহায্য নেব। একটা ভিডিও Description কিভাবে সাজিয়ে লিখতে হয় সেটাই জানবো।

Description লেখার সময় একদম শুরুতেই আমরা ভিডিওর যে টাইটেল লিখেছিলাম সেটাকেই কপি করে লিখে নেবো। এতে করে ওই টাইটেলটা ইউটিউবে কেউ সার্চ করলে তোমার ভিডিওটা সবার আগে র‍্যাংক করবে। এরপর তোমাকে টাইটেলের নিচে তুমি ভিডিওতে কি দেখিয়েছো সেটা একটু সংক্ষেপে লিখে দিবে। 

এরপর আর একটা পয়েন্ট করবে টপিক নামে যেখানে পয়েন্ট করে করে ভিডিওতে মোট কি কি দেখিয়েছো বা শেয়ার করেছো সেগুলো পরপর লিখে নেবে। এই তিনটে জিনিস করা হয়ে গেলে এবার আমাদের মেইন কাজ হবে Hashtag লেখা। যেকোনো সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করলেই আমাদেরকে Hashtag লিখতে হয়। একইভাবে আমাদেরকে ইউটিউবে ভিডিও আপলোড করার সময়ও ডেসক্রিপশনে হ্যাশট্যাগ লিখতে হবে। 

ভাইরাল হ্যাশট্যাগ পাবো কোথা থেকে? তোমাকে কোথাও যেতে হবে না। নিজের ভিডিওর হ্যাশট্যাগ তুমি নিজেই লিখতে পারবে। তোমার ভিডিও রিলেটেড কিছু ওয়ার্ড, টাইটেল এগুলো আলাদা করে খাতায় লিখে নেবে। উদাহরণ স্বরূপ, যেমন আমি ভিডিও বানিয়েছি "How to open a Youtube channel"... তাহলে আমি খাতায় নোট করব এরকম কিছু Hashtag.

যেমন : #youtube #youtubechannel #openyoutubechannel #openchannel #newchannel

এইভাবে তোমাকে ৫ থেকে ৬টা Hashtag নিজের ভিডিও রিলেটেড লিখে নিতে হবে। মনে রাখবে Hashtag লেখার সময় কোন স্পেস যেন না থাকে। 

এবং সর্বশেষে তোমার সোশ্যাল মিডিয়ার লিংকস ডেসক্রিপশনে লিখে নেবে যাতে করে যখনই কেউ তোমার ভিডিও দেখবে এবং ডেসক্রিপশন চেক করবে তোমার সাথে খুব সহজেই ফেসবুক, ইনস্টাগ্রামে কানেক্ট হতে পারবে। 

যেমনভাবে Step by step ডেসক্রিপশন লেখা শেখালাম এইভাবে প্রত্যেকটা ভিডিওতে গুছিয়ে লিখতে হবে।


  • TAG SEO কিভাবে করবে ?

SEO র মধ্যে সবথেকে শেষ কাজ হল TAG SEO. ভিডিও আপলোড করার সময় আমাদের বেশ কিছু ট্যাগ লিখতে হবে। এই ট্যাগ টা কি ? তার আগে একটু আলোচনা করি। আমি একটা ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করছি একটা বেস্ট টাইটেল লিখে। 

এবার আমি আমার ভিডিওতে যে টাইটেলটা ইউজ করেছি সবাই কি সেটা লিখেই ইউটিউবে সার্চ করবে। একদমই নয়। প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা টাইটেল লিখে সার্চ করবে। এই আলাদা আলাদা টাইটেল গুলোই আমাদের ভিডিও ট্যাগ এ ব্যবহার করতে হবে। 

যাতে কেউ আমার ভিডিও রিলেটেড অন্য টাইটেল সার্চ করলেও আমার ভিডিওটাই যেন সার্চ র‍্যাংকের প্রথমে আসে। তোমার ভিডিওর জন্য ট্যাগ তুমি নিজেই লিখতে পারবে। 

এছাড়া তোমরা যদি গুগলে গিয়ে সার্চ করো Rapidtags. যে Site টা আসবে ওটা ওপেন করলে একটা সার্চ বক্স দেখতে পাবে। ওখানে তোমার ভিডিওর টাইটেল লিখলে অনেক রকমের ট্যাগ পেয়ে যাবে সেখান থেকে তোমরা ৭-৮ টা ট্যাগ খাতায় নোট করে নিজের ভিডিও ট্যাগ অপশনে লিখে নিবে।

ইউটিউব ভিডিও সহজে ভাইরাল করা শিখুন || Viral Your Youtube Videos

এইভাবে সুন্দর করে Title, Description, Tags ভিডিওর মধ্যে লিখে সাথে নিয়মিত সময় মেনটেন করে ট্রেন্ডিং টপিকের ওপর ভিডিও বানিয়ে আপলোড করো। তোমার ভিডিও এবং চ্যানেল তাড়াতাড়ি গ্রো করবে।

Abhik Manna

Hii! I'm Abhik Manna. Welcome to my page. I created this page for that friends who want to know about Android Applications, Video Editing, YouTube Tips, Android Secret Tricks, in our sweetest language Bangla.

Previous Post Next Post

Contact Form