ইংরেজিতে করা মেসেজকে এক ক্লিকে বাংলাতে অনুবাদ করার ট্রিকস || English to Bangla translate apps

ইংরেজিতে করা মেসেজকে এক ক্লিকে বাংলাতে অনুবাদ করার ট্রিকস

কেউ ইংরেজিতে message করলে পড়তেই পারি না, আর তাকে রিপ্লাই দেবো কি করে? এটা শুধু তোমার সমস্যা নয় এটা তোমার, আমার, আমাদের সকলেরই সমস্যা। আমরা অনেকেই ঠিক মতো ইংরেজি না জানার কারণে, না কারো ইংরেজিতে করা message পড়তে পারি আর না ঠিক মতো তাকে রিপ্লাই দিতে পারি।

ইংরেজিতে করা মেসেজকে এক ক্লিকে বাংলাতে অনুবাদ করার ট্রিকস

এখনও অধিকাংশ মানুষ আছে যাদের ইংরেজি দেখলেই মাথা ঘুরে যায়। এবার কেউ যদি তাকে ইংরেজিতে message করেই দেয় তাহলে তো আর দেখতেই নেই। না মেসেজটা পড়তে পারে আর না তাকে ঠিকমতো লিখে রিপ্লাই দিতে পারে। 

আচ্ছা এরকম কোন ট্রিকস আছে কি যেখানে অটোমেটিক সব হয়ে যাবে। মানে এই ধরো কেউ আমাকে ইংরেজিতে মেসেজ করলো সেটা অটোমেটিক আমার সামনে বাংলাতে হয়ে গেল। আবার আমি বাংলায় লিখলাম সেটা ইংরেজি হয়ে গেল এরকম কি কোনও ট্রিকস আছে?

হ্যাঁ আছে তো। আমাদের এন্ড্রয়েড ফোনের জন্য এরকম একটা অ্যাপস আছে। এই অ্যাপসটা দিয়ে তুমি তোমার এই কঠিন কাজটা খুব সহজেই করতে পারবে। এর জন্য ব্লগটি তোমাকে একটুকো না ছেড়ে পুরোটাই মন দিয়ে পড়তে হবে। এরপর দেখবে ইংরেজি মেসেজ করা নিয়ে আর কোন সমস্যা থাকবে না।


বাংলায় মেসেজ লিখুন ইংরেজিতে চলে যাবে 

এবার বলি এই অ্যাপস টার ব্যাপারে এই অ্যাপসটা কিভাবে কাজ করে? কোথা থেকে ডাউনলোড করব আর কিভাবে বা ফোনেতে ব্যবহার করব? প্রথমেই বলি এই অ্যাপসটার কাজ কি? যেকোনো ভাষার লেখাকে অন্য আরেক ভাষাতে অনুবাদ করে দেওয়া এক সেকেন্ডের মধ্যে। 

মানে এই ধরো তুমি কোনো ইংরেজিতে লেখা পড়তে পারছো না বা অন্য কোনো ভাষাতেও লেখা পড়তে পারছ না। তখন এই অ্যাপসটা দিয়ে খুব সহজেই তোমার নিজের ভাষায় অনুবাদ করে পড়তে পারবে। 

কেউ তোমাকে হোয়াটসঅ্যাপে ইংরেজিতে মেসেজ করেছে তুমি সেটা পড়তেই পারছো না ইংরেজিটা ঠিকমত না জানার জন্য। কি করবে তুমি তখন? এই মেসেজটা কপি করে নিয়ে গুগলে গিয়ে বাংলায় অনুবাদ করার চেষ্টা করবে। 

তারপর আবার গুগল ট্রান্সলেটে নিজের রিপ্লাই টা বাংলায় লিখে সেটা কে আবার ইংরেজিতে অনুবাদ করবে। সেটাকে আবার কপি করে নিয়ে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেবে তাইতো।

একটা মেসেজ পড়া আর তার রিপ্লাই দেওয়ার জন্য কতই না কি করতে হচ্ছে। কিন্তু এই অ্যাপসটা দিয়ে এত কষ্ট করতেই হবে না। 

কারণ আমার এই ব্লগটা পুরোটা মন দিয়ে পড়ার পর কেউ যদি তোমাকে হোয়াটসঅ্যাপে ইংরেজিতে মেসেজ করে তোমার কাছে বাংলায় অটোমেটিক অনুবাদ হয়ে যাবে। তারপর তোমার যা রিপ্লাই দেওয়ার ইচ্ছা সেটা তোমার নিজের ভাষা বাংলাতে লিখলেই অটোমেটিক ইংরেজিতে অনুবাদ হয়ে যাবে আবার। তারপর সেটাকে সেন্ড করে দিও। কত সহজ তাই না।

এই অ্যাপসটি ব্যবহার করব কিভাবে ?

প্রথমে তোমাদেরকে অ্যাপসটি ডাউনলোড করতে হবে প্লে-স্টোর থেকে ডাউনলোড করলে এক দিনের বেশি ব্যবহার করতে পারবে না। তাহলে তোমাদেরকে প্রিমিয়াম নিয়ে ব্যবহার করতে হবে। আর যদি ফ্রি ভার্সন ব্যবহার করতে চাও তাহলে এই ব্লগের শেষের দিকে কিভাবে ডাউনলোড করতে হয় দেখানো রয়েছে।

নিচে দেওয়া লিংকস থেকে অ্যাপসটা ডাউনলোড করে নিয়ে প্রথমে ফোনেতে ওপেন করে নেবে। এরপর যে স্টেপগুলো দেখাচ্ছি সেগুলো ফলো করো।


স্টেপ ১ : অ্যাপসটা ওপেন করার সাথে সাথে তোমরা দেখতে পাবে এখানে Beginner's guide রয়েছে। অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপসটা ব্যবহার করবে সেটার একটা ছোটো টিউটোরিয়াল দেখতে পেয়ে যাবে। এরপর নিচে একটা অপশন পেয়ে যাবে Grant permission নামে।

এরপর Grant permission এর উপর ক্লিক করলে তোমাকে ফোনের একটা সেটিংস এ নিয়ে চলে যাবে যেখানে তোমার ফোনে যত অ্যাপস ইনস্টল করা আছে সব দেখতে পাবে। একটু নিচে স্ক্রল করলে পেয়ে যাবে Hi-translate লেখা। ওই Hi-translate লেখাটির উপর ক্লিক করবে। 

এরপর Display over other apps নামে একটা অপশন থাকবে। যেটা অফ করা থাকবে তোমাকে অন করে নিতে হবে। এরপর ব্যাক করে আবার Hi-translate অ্যাপসটির মধ্যে চলে আসবে।

স্টেপ ২ : এরপর নিচে দেখতে পাবে নামে user consent নামে একটা ম্যানুয়াল লেখা এবং তার ঠিক নিচেই Cancel আর Accept. এখন তোমাকে ওই Accept এর উপর ক্লিক করে নিতে হবে। এরপর আবারও তোমাকে ফোনের আরও একটা সেটিংস Accessibility -র মধ্যে নিয়ে চলে আসবে। যেখানে Download apps লেখার উপর ক্লিক করলে Hi-translate লেখাটি দেখতে পেয়ে যাবে। 

এখন ওই Hi-translate এর উপর ক্লিক করলে দেখবে ওই অপশনটা অফ থাকবে সেটাকে অন করে নিতে হবে। তারপর নিচে Allow অপশনে ক্লিক করবে। এরপর একইভাবে ব্যাক করে চলে আসবে অ্যাপসটির মধ্যে। 

এবার তোমাদেরকে Lets go অপশনে ক্লিক করে নিতে হবে।

স্টেপ ৩ : এরপর নিচে ডান দিকে Quick translate নামে যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবে। এখানে তোমাদের কে তিনটে কাজ করতে হবে। প্রথমে তোমরা ওপরেই দুদিকে দুটো ভাষা দেখতে পাবে। 

প্রথমের ভাষাটা হয়তো হিন্দি লেখা রয়েছে। সেটার উপর ক্লিক করে তোমার নিজের মাতৃভাষা বাংলা সিলেক্ট করে নেবে। আর ডানদিকে যে ভাষাটা রয়েছে সেটাকে ইংলিশ রেখে দিবে। এবার তোমরা নিচে একটা গোল বাটন দেখতে পাবে ওটা হল অন-অফ বাটন। এই বাটনের সাহায্যে তোমরা অটো অনুবাদ চালু বা বন্ধ রাখতে পারবে। 

যদিও প্রথমে চালুই থাকবে। যতক্ষণ বাটনটা চালু থাকবে তোমার মোবাইল স্ক্রিনের বাঁদিকে একটা সাদা কালারের আইকন দেখতে পাবে। যেটাকে স্কিনের মাঝখানে টেনে আনলে Magnifying glass এর মতো দেখতে লাগবে। এই Magnifying glass টাই আমাদের অটো অনুবাদ করে দেবে।

স্টেপ ৪ : এবার তোমরা যেকোনও মেসেজিং অ্যাপস ওপেনিং করে নেবে। আমি এখানে আমার ফোনে Whatsapp ওপেন করে নিয়েছি। 
এরপর কেউ যদি তোমাকে ইংরেজিতে মেসেজ করে আর তুমি যদি সেটা পড়তে না পারো তাহলে সেই মেসেজটির ওপর বাঁদিকে স্ক্রিনে থাকা সাদা আইকনটি টেনে নিয়ে এসে একবার ছেড়ে দাও। দেখবে সঙ্গে সঙ্গে এই মেসেজটি বাংলাতে অনুবাদ হয়ে গেছে।

এবার তোমাকে যেটা করতে হবে তুমি ইংরেজি মেসেজটার বাংলাটা তো জেনে গেলে। এবার তুমি তোমার ওই মেসেজের রিপ্লাই আবার বাংলায় লিখবে তারপর একইভাবে আবার বাঁ দিকের ওই আইকনটিকে টেনে এনে তোমার বাংলায় লেখা মেসেজের রিপ্লাইটির উপর ছেড়ে দেবে। 

দেখতে পাবে সেটা অটোমেটিক ইংরেজিতে অনুবাদ হয়ে গেছে। তারপর সেটাকে সেন্ড করে দিলেই হবে।


আবার যদি এই অটোমেটিক অনুবাদটি বন্ধ করতে চাও তাহলে অ্যাপসটা ওপেন করে নাও আমি তোমাদেরকে আগে যে গোল বাটনটার কথা বলেছিলাম নীল কালারের ওই বাটনের উপর একবার ক্লিক করলেই এই অটো অনুবাদটা বন্ধ হয়ে যাবে। 

আবার যখন চালু করতে চাও বা হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে বা কোন মেসেঞ্জারে ব্যবহার করতে চাও তাহলে আবার ওই গোল বাটনটাকে আবার একবার ক্লিক করলে এটা চালু হয়ে যাবে।

এইভাবে তোমরা যে কোনো ইংরেজিতে করা মেসেজ খুব সহজে বাংলায় পড়ে সেটার রিপ্লাই আবার বাংলাতে লিখে অটোমেটিক ইংরেজিতে অনুবাদ করে পাঠিয়ে দিতে পারবে।


এই অ্যাপসটির ফ্রি ভার্সন ডাউনলোড করবে কিভাবে ?

এখানে নিচে একটা নীল কালারের লিংকস দেখতে পাচ্ছ ওই লিংকটা প্রথমে পুরোটাকে কপি করে নেবে।

https://drive.google.com/file/d/163NVYTMt4JM5J3XbKwCm9UstCajYmhFQ/view



এরপর গুগল ক্রোমে আর একটা ট্যাব ওপেন করে নিবে।

সেখানে গিয়ে এই লিংকসটা সার্চ করে নেবে এরপর যদি তোমাকে জিমেইল অ্যাকাউন্ট সিলেক্ট করতে বলে যে কোন একটা জিমেইল অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবে।

তারপর অ্যাপসটি ডাউনলোড অপশন পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে নেবে।

Abhik Manna

Hii! I'm Abhik Manna. Welcome to my page. I created this page for that friends who want to know about Android Applications, Video Editing, YouTube Tips, Android Secret Tricks, in our sweetest language Bangla.

Previous Post Next Post

Contact Form