Trending Couple Status Video Editing in Inshot & Material Download
নতুন এই ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিওটা আজকে বানাতে চলেছি। এই ভিডিওটা কিভাবে বানাতে হবে? কোন অ্যাপস দিয়ে বানাবো? সাথে ভিডিওটা বানানোর জন্য যে মেটারিয়াল গুলোই বা আমরা ব্যবহার করবো সেগুলোই বা কোথা থেকে নেবে। এই সমস্ত কিছুই পুরো এই ব্লগে শেয়ার করা রয়েছে ।
প্রথমত এই ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিওটা কিভাবে বানাতে হয় সেটা আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। আর এই ভিডিওটা এডিট করার জন্য আমরা ব্যবহার করব ইনশট অ্যাপস। তোমরা ইনশট অ্যাপস প্লে-স্টোর থেকেও ডাউনলোড করে ব্যবহার করতে পারো।
আবার যদি ইনশট অ্যাপস এর ফ্রি ভার্সন নিতে চাও তাহলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। এবার আসি ভিডিওটা এডিট করার জন্য যে মেটারিয়াল গুলো ব্যবহার করেছি সেগুলো নেওয়ার জন্য এই পুরো ব্লগটা মন দিয়ে পড়ে যেতে হবে।
ব্লগের মধ্যেই ভিডিওতে ব্যবহার করা মেটারিয়াল গুলোর লিংকস দেওয়া রয়েছে। যেখান থেকে খুব সহজে নিয়ে নিতে পারবে।
Trending Couple Status Video টা এডিট কিভাবে করতে হবে?
এই পুরো ভিডিওটা এডিট করবো আমরা ইনশট অ্যাপস এর সাহায্যে। প্রথমে ফোনেতে ইনশট ওপেন করে নিতে হবে।
স্টেপ ১ : Inshot ওপেন করার পর প্রথমে চলে যাবে ভিডিও অপশনে। ভিডিও অপশনে যাওয়ার পর New অপশনে ক্লিক করে নেবে। এরপর উপরে ৩টে অপশন দেখতে পাবে ভিডিও, ফটো, এবং অল। ভিডিও অপশনে গিয়ে একদম প্রথমেই যে Blank অপশনটা রয়েছে তার উপর ক্লিক করে নিচের টিক অপশনে ক্লিক করে নেবে।
এরপর যেতে হবে CANVAS অপশনে ক্যানভাস অপশনে যাওয়ার পর এখানে অনেকগুলো স্ক্রিন রেশিও দেখতে পাবে। এখান থেকে তোমাকে 9:16 এর যে স্ক্রিন সাইজটা রয়েছে সেটা সিলেক্ট করতে হবে এবং টিক অপশনে ক্লিক করে নিতে হবে।
স্টেপ ২ : এরপর আমরা স্ট্যাটাস ভিডিওটাকে যে গানের উপর এডিট করবো এখন আমাদেরকে সেই গানটাকে অ্যাড করে নিতে হবে। এর জন্য প্রথমেই আমরা চলে যাব মিউজিক অপশনে এরপর আবারও মিউজিক অপশন। সেখান থেকে আমরা গানটা অ্যাড করে নেবো, যে গানের উপর আমরা স্ট্যাটাস ভিডিওটা এডিট করব।
এরপর আবারও টিক অপশনে ক্লিক করে নিতে হবে। এবার আমরা প্রথমেই যে Blank পেজটা নিয়েছিলাম সেটাকে সিলেক্ট করে নিয়ে গানের ডিউরেশন পর্যন্ত টেনে নিতে হবে।
স্টেপ ৩ : এবার আমাদের কাজ হবে গানের মধ্যে বিট মার্ক যুক্ত করা। আবারো চলে যাব মিউসিক অপশনে এরপর যে গানটা আমরা যুক্ত করেছিলাম সেটাকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেয়ার পর উপরে পেয়ে যাবে বিট অপশন এরপর বিট অপশনে ক্লিক করে নেওয়ার পর নিচে একটা সবুজ রঙের '+' আইকন দেখতে পাবে।
এবার আমাদেরকে যেটা করতে হবে গানটা শুনে শুনে একটা করে লাইন বরাবর বিট মার্ক যুক্ত করতে হবে। গানটা শুনে প্রথম লাইনের শেষে একবার প্লাস আইকনে ক্লিক করে দেবে। এরপর দেখতে পাবে ওই জায়গাতে একটা Beat মার্ক যুক্ত হয়ে গেছে।
এইভাবে পুরো গানটা শুনতে হবে আর প্রতি লাইনের শেষে প্লাস আইকনে ক্লিক করে বিট মার্ক যুক্ত করে নিতে হবে। এরপর টিক অপশনে ক্লিক করে নেবে।
স্টেপ ৪ : এরপরে গানের বিট অনুযায়ী পরপর আমাদেরকে ছবি এড করতে হবে, যে ছবিগুলো দিয়ে স্ট্যাটাস ভিডিওটা এডিট করবে। একদম ভিডিওর প্রথমেই এসে চলে যাবে উপরে PIP অপশনে। PIP অপশনে যাওয়ার পর উপরে ফটো অপশনে চলে যাবে।
তারপর যে কোন একটা ফটো অ্যাড করে নিতে হবে। এরপর তোমরা ফটোটার সাইজটা একটু বাড়িয়ে নেবে। এরপরে উপরে তোমরা MASK নামে একটা অপশন পেয়ে যাবে। Mask অপশনে গিয়ে হার্ট সেপটা সিলেক্ট করে নেবে। এরপর ওই Shape এর নিচে একটা ছোট সার্কেল দেখতে পাবে।
ওই সার্কেলটাকে একটু নিচের দিকে টানলে দেখতে পাবে ওই ফটো বরাবর একটা Shadow চলে আসছে। এরপর টিক অপশনে ক্লিক করে নেবে।
এবার ফটোটারও ডিউরেশন পুরো ভিডিওটার মতো করে নেবে। ফটোটার শেষে ক্লিক করে ভিডিও এণ্ড করে নিলেই ফটোটা পুরো ভিডিওর Duration এ অ্যাড হয়ে যাবে। এবার ফটোটাকে নিচের বিট মার্ক অনুযায়ী ভাগ করে নিতে হবে।
প্রথম বিট মার্ক টার কাছে গিয়ে ফটোটা সিলেক্ট করে উপরে SPLIT নামে একটা অপশন পেয়ে যাবে ওটাতে ক্লিক করে ফটোগুলো প্রতিটা বিট মার্ক অনুযায়ী ভাগ করে নিতে হবে।
আরও পড়ুন : Happy Birthday Status Video Editing Tutorial in Inshot Material
স্টেপ ৫ : ফটোগুলো বিট মার্ক অনুযায়ী ভাগ করা হয়ে গেলে এবার আমাদেরকে গানের লিরিক্স লিখতে হবে। গানটা শুনেও তোমরা লিরিক্স গুলো লিখতে পারো আবার তোমরা গুগল থেকে গানের লিরিক্স সার্চ করে কপি করে নিয়ে লিখতে পারো।
গানের বিট মার্ক অনুযায়ী প্রতিটা লিরিক্স লিখে নিতে হবে টেক্সট অপশনে ক্লিক করে। টেক্সটের কালার এবং অ্যানিমেশন নিজের মত সেট করে নেবে। এরপর একইভাবে টেক্সট থেকে গানের বিট মার্ক অনুযায়ী আলাদা আলাদা ইমোজি অ্যাড করে নেবে। সবকিছু ঠিকঠাক ভাবে লেখা হয়ে গেলে এবার ভিডিওটাকে একবার সেভ করে নিতে হবে।
স্টেপ ৬ : ভিডিওটা সেভ করা হয়ে গেলে, ওখান থেকে ব্যাকে চলে আসবে। এরপর যে BLANK ফটোটা প্রথমে নিয়েছিলে এবং গানটা এই দুটো রেখে দিয়ে যা কিছু অ্যাড করেছিলে সমস্ত ছবি, লিরিক্স, ইমোজি সব পরপর ডিলিট করে নেবে।
এবার আমরা PIP অপশনে গিয়ে যে ভিডিওটা একটু আগে সেভ করেছিলাম সেটাকে অ্যাড করে নেব। এরপর নিচের গানের বিট মার্ক অনুযায়ী ভিডিওটাকে আবারও ভাগ করে নিতে হবে। বিট মার্ক দেখে দেখে ভিডিওটাকে ভাগ করে নিয়ে প্রতিটা পার্ট-এ আলাদা আলাদা অ্যানিমেশন লাগিয়ে দিতে হবে।
সবকিছু ঠিকঠাক ভাবে করা হয়ে গেলে শেষে আরেকটা কাজ হবে PIP অপশনে গিয়ে একটা গ্লিচ ভিডিও এফেক্ট রয়েছে সেটা অ্যাড করে নিতে হবে। এরপর গ্লিচ ভিডিওটাকে Blend অপশন এ গিয়ে Screen সিলেক্ট করে নেবে এবং গ্লিচ ভিডিওটার Opacity ৫০ পার্সেন্ট এর কম করে নিতে হবে এবং অবশেষে আমাদের ভিডিও পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে।
Trending Couple Status Video Editing in Inshot
এই ভিডিওতে আমি যে যে মেটেরিয়াল গুলো ব্যবহার করেছি সেগুলো এর উপরে পেয়ে যাবে ওখান থেকে ডাউনলোড করে নিও। ভিডিওটা যদি স্টেপ বাই স্টেপ দেখে দেখে এডিট করো তাহলে খুব সহজ হবে ভিডিওটা এডিট করতে।