ইউটিউব চ্যানেল সার্চ লিস্টে খুঁজে পাই না ।। সমাধান কি?
ইউটিউব হল বর্তমান দিনে বিশ্বের সবথেকে বড় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। যেখানে কোটি কোটি মানুষ নিজের কনটেন্ট শেয়ার করে বিনা ব্যয়ে প্রচুর পরিমাণে আয় করছে। প্রতিনিয়ত বহু মানুষ নতুন ইউটিউব চ্যানেল বানাচ্ছে।
এখন নতুন চ্যানেল বানিয়েই অনেকেই দেখার জন্য ইউটিউবে সার্চ দিয়ে বসছে। কিন্তু অন্যের চ্যানেল আসলেও নিজের চ্যানেলটা আর আসছে না। তাই আজকে জানবো নতুন ইউটিউব চ্যানেল সার্চ লিস্টে কিভাবে নিয়ে আসবো?
আমরা যখন নতুন ইউটিউবে চ্যানেল খুলি অনেক ছোট ছোট ভুল করে থাকি. যে ভুলগুলির কারণে আমরা নতুন চ্যানেল খোলার পর আর ইউটিউবে খুঁজে পায় না। আসলে চ্যানেল খোলার আগে আমরা ঠিকমত নিয়ম না জেনেই চ্যানেল খুলে নিই।
তারপর সেই চ্যানেল আর সার্চ লিস্টে আসে না। এরপর বহু চেষ্টা করলেও চ্যানেল আর সার্চ র্যাংকের প্রথমে আসে না। তাই এই ব্লগে জানবো Youtube চ্যানেল সার্চ র্যাংকের প্রথমে কিভাবে নিয়ে আসতে হয়?
Youtube চ্যানেল সার্চ র্যাংকের এর প্রথমে নিয়ে আসার উপায়
ইউটিউবে একটা নতুন চ্যানেল খোলার আগে ও পরে কি কি করতে হয়? কি করলে চ্যানেল সার্চ দিলেই সবার উপরে আসবে -এগুলোই জেনে নেব এখন বিস্তারিত ভাবে।
১. চ্যানেল নাম : প্রথমেই যে ভুলটা আমরা করে থাকি সেটা হলো চ্যানেলের নাম। চ্যানেলের নাম যদি ঠিক না থাকে তাহলে সার্চ লিস্টে আসতে অনেক সমস্যা করবে। আমরা যখন নতুন কোন চ্যানেল ওপেন করবো সবার আগে চ্যানেলের নামের উপর নজর দিতে হবে।
মনে করো তুমি একটা তোমার পছন্দ মতো নাম দিয়ে চ্যানেল ওপেন করেছো এরপর যখন ওই নামটা ইউটিউবে গিয়ে সার্চ করবে ওই নামের অনেক চ্যানেল লিস্টে পেয়ে যাবে কিন্তু তোমার চ্যানেল লিস্টে খুঁজে পাবে না। আর যদিও পাও লিস্টের অনেক নিচে।
কারণ তোমার চ্যানেলের নামে এর আগে অনেক চ্যানেল আগে থেকেই খোলা রয়েছে। তাই তাদের চ্যানেলগুলো সার্চ লিস্টের আগে শো করছে আর তোমারটা পরে।
তাহলে কি করা উচিত? যখন নতুন চ্যানেল খুলবে সবার প্রথমে চ্যানেলের যে নামটা রাখতে চাও সেটা আগে ইউটিউবে গিয়ে ভালো করে সার্চ করতে হবে। আবার শুধু লিখে সার্চ করলেই হবে না।
যখন কোনো নাম লিখে সার্চ করবে তখন উপরে ডান দিকে একটা থ্রি ডট এর অপশন পেয়ে যাবে সেখানে গিয়ে সার্চ ফিল্টার এ ক্লিক করতে হবে এরপর টাইপ অপশনে গিয়ে চ্যানেল সিলেক্ট করে অ্যাপ্লাই করতে হবে।
এরপর ওই নামে যত চ্যানেল আসবে সব লিস্টে শো করবে। যদি তোমার ভাবা নামটা আগে থেকেই অন্য চ্যানেলের নাম করা থাকে তাহলে আবার তোমাকে অন্য নাম ভেবে একই ভাবে সার্চ করে নিতে হবে।
এইভাবে সার্চ করে করে একটা সবার থেকে আলাদা (Unique) চ্যানেল নাম রাখতে হবে। তাহলে দেখবে তোমার চ্যানেলটি সবার উপরে রয়েছে।
২. মিনিমাম ভিডিও : শুধু চ্যানেল ওপেন করেই যদি সার্চ লিস্টে খুঁজতে থাকো তাহলে চ্যানেল সার্চ লিস্টে আসবেই না। এর জন্য তোমাকে চ্যানেলে মিনিমাম ২টো থেকে ৩টে ভিডিও আপলোড রাখতে হবে।
দেখো ইউটিউবে পুরো বিষয়টা চলে তার অ্যালগরিদমের ওপর আর ইউটিউব অ্যালগরিদম তখনই তোমার চ্যানেল খুঁজে পাবে যখন চ্যানেলে কয়েকটা ভিডিও আপলোড থাকবে তাই নতুন চ্যানেল ওপেন করে আগে ভিডিও আপলোড করতে শুরু করো তারপর দেখবে ঠিকই চ্যানেল সার্চ লিস্টে চলে এসেছে।
৩. চ্যানেল ট্যাগ : চ্যানেল আগে থেকেই বানানো রয়েছে এবং একই নামে আরো চ্যানেল থাকার কারণে যদি চ্যানেল সার্চ লিস্টে না আসে তাহলে এবার চ্যানেলের মধ্যে কি-ওয়ার্ড যুক্ত করতে হবে।
আমরা যেমনভাবে ভিডিও ভাইরাল করার জন্য ভিডিওর সঠিক SEO করি। ভিডিও কে ভাইরাল করার জন্য ভিডিওর মধ্যে উপযুক্ত ট্যাগ লাগায়। ঠিক একইভাবে চ্যানেলেও ট্যাগ বা কি-ওয়ার্ড দেওয়া দরকার। এবার আসি, চ্যানেলে কি-ওয়ার্ড কিভাবে লাগাতে হয়?
আরও পড়ুন : ইউটিউবার হতে গেলে যেগুলো অবশ্যই জানা দরকার
চ্যানেলে কি-ওয়ার্ড বা ট্যাগ কিভাবে লাগাতে হয়?
চ্যানেলে কিওয়ার্ড বা ট্যাগ লাগানোর জন্য সর্বপ্রথমে ফোনেতে গুগল ক্রোম ওপেন করে নিয়ে সার্চ করে নিতে হবে studio.youtube.com এবং অবশ্যই ক্রোমে যেন ডেক্সটপ মোড চালু করা থাকে।
এরপর YOUTUBE STUDIO'র পেজ ওপেন হয়ে গেলে প্রথমে ডান দিকে উপরে আইকনে গিয়ে চ্যানেলটা সিলেক্ট করে নেবে।
এরপর ওই পেজের একদম নিচে বাঁ দিকের কোনায় পেয়ে যাবে সেটিংস। সেটিংসে গিয়ে দেখতে পাবে অনেকগুলো অপশন রয়েছে সেখান থেকে জেনারেল অপশনে গেলে Basic Info তে দেখতে পাবে Keywords অপশন। এখান থেকেই চ্যানেলের কি-ওয়ার্ড যুক্ত করতে পারবে।
তোমার চ্যানেল রিলেটেড ট্যাগ লিখতে হবে সাথে তোমার চ্যানেলের নাম, চ্যানেল কোন টপিকের এভাবে বিভিন্ন ধরনের keyword কমা দিয়ে দিয়ে লিখে নিতে হবে যেমন ভাবে ছবিতে দেখানো রয়েছে।
তারপর সেভ করে নিতে হবে। এইভাবে সঠিক কিওয়ার্ড যুক্ত করতে পারলেই চ্যানেল সার্চ লিস্টের সবার আগে rank করবে।
এইসব কিছু করার পরেও চ্যানেল সার্চ লিস্টে কিছুতেই আসছে না আর ভিডিওগুলোও শো করছে না। তাহলে শেষ এইগুলো ফলো করো। দেখবে সাথে সাথে সব ভিডিও সার্চ লিস্টে চলে আসছে এবং ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেও চ্যানেলও এক নম্বরে RANK করছে।
চ্যানেলে আগে যত ভিডিও আপলোড করেছ এবং যে ভিডিওগুলো নতুন আপলোড করবে প্রত্যেকের টাইটেলে চ্যানেলের নাম লিখে দাও, প্রত্যেক ভিডিওর ডেসক্রিপশন এ চ্যানেলের নাম হ্যাশট্যাগ দিয়ে লাগিয়ে দাও এবং প্রতিটা ভিডিওর ট্যাগেও চ্যানেলের নাম লিখে সেভ করে দাও। এরপর তোমার চ্যানেল এবং ভিডিও সার্চ লিস্ট এর ব্যাংকে যাওয়া থেকে কেউ আটকাতে পারবেনা।