ফেসবুক থেকে ইনকাম করার উপায় || ফেসবুক মনিটাইজেশন

যারা ফেসবুকে নতুন কাজ করতে চাইছো একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে ফেসবুক থেকে কত ভাবে ইনকাম করা যেতে পারে এই ব্লগের মাধ্যমে তার ধাপগুলো আজকে জেনে নেবো। 
        শুধু ফেসবুক কেন ফেসবুক ছাড়াও আর যত সোশ্যাল মিডিয়া রয়েছে সব জায়গা থেকেই ইনকাম করার যে টুলস রয়েছে তার নাম হলো মনিটাইজেশন। তাই ফেসবুকে কত রকম ভাবে মনিটাইজেশন করা যায় সেগুলোই এবার জানতে চলেছি।


ফেসবুকে কনটেন্ট মনিটাইজেশন করার আগে জেনে নেব ফেসবুকে কত রকমের মনিটাইজেশন রয়েছে?
দেখো ফেসবুকে এখন পর্যন্ত মোট ছয় রকমের মনিটাইজেশন রয়েছে। যথা - Stars, Ads on Reels, Bonus, In-stream Ads, Partnership Ads এবং Subscriptions.

ফেসবুক থেকে ইনকাম করার উপায়গুলি হল : 

১. Stars : প্রথমেই বলি Stars নিয়ে, যখন তুমি ফেসবুকে কিছু পোস্ট করবে ফটো বা কোন ভিডিও অথবা লাইভ স্ট্রিম করলে তখন তোমার ভিউয়ার্সরা অর্থাৎ তোমার ভিডিওটা যে দেখছে বা ফটোটা যে দেখল সে তোমাকে একটা স্টার গিফট করতে পারবে। একটা, দশটা, একশটা বা পাঁচশোটা স্টার গিফট করতে পারে। এখন স্টারগুলো গিফট করার জন্য তাদের আগে এগুলো ফেসবুক থেকে Purchase করতে হয়। এরপর যখন কেউ তোমার ভিডিও বা পোস্টে স্টার গিফট করবে তখন তোমার সেই স্টারগুলোর বদলে টাকা আসবে। কেউ যদি তোমাকে একটা স্টার গিফট করে তাহলে তোমার ইনকাম হবে ০.০১ ডলার যেটা ইন্ডিয়ান রুপি হিসাবে প্রায় ৮৫ পয়সা। তার মানে তোমায় যদি কেউ ১০০ টা স্টার গিফট করে তাহলে তোমার ইনকাম হবে ১ ডলার অর্থাৎ ইন্ডিয়ান রুপি হিসাবে প্রায় ৮৫ টাকার মতো।

তাহলে তোমার ফেসবুকে এই স্টার মনিটাইজেশনটা চালু কিভাবে করবে?

তোমার ফেসবুকে স্টার মনিটাইজেশন চালু করতে হলে প্রথমে তোমাকে ফেসবুকের মনিটাইজেশন পলিসির যে রুলসগুলো রয়েছে সেগুলো আগে ভালো করে জানতে হবে। এবং যেকোনো ৩০ দিনের ভেতর তোমার ফেসবুক পেজ বা প্রোফাইলেতে ৫০০ ফলোয়ার সম্পূর্ণ করতে হবে। এরপর মনিটাইজেশন থেকে স্টার অপশনে গিয়ে একদম নিচের দিকে দেখবে লেখা রয়েছে I am interested এটার উপর ক্লিক করে তোমরা ফেসবুককে জানাতে পারো যে তোমার প্রোফাইলে ৫০০ ফলোয়ার্স সম্পূর্ণ হয়েছে এবং স্টার অপশনটা যেন তোমার ফেসবুকে চালু করে দেওয়া হয়।

2. Ads on Reels : যখন তুমি ফেসবুকে কোন রিলস আপলোড করে থাকো অর্থাৎ ছোট ছোট ভিডিও পোস্ট করো তোমার ওই রিলসগুলো যাদের কাছে পৌঁছায় তারা ওই রিলসের সাথে সাথে কিছু অ্যাডও দেখতে পায়। যে অ্যাড গুলো থেকে তোমার এক ধরনের ইনকাম জেনারেট হয়। মনে করো তোমার একটা রিলসে এক লাখের উপর ভিউ এসেছে এর জন্য তুমি ফেসবুক থেকে ১ ডলারও পেতে পারো ১০ ডলারও পেতে পারো আবার ১০০ ডলারও পেতে পারো এর কোন নির্দিষ্ট ইনকাম নেই।

তাহলে তোমার ফেসবুকে এই অ্যাডস অন রিলস মনিটাইজেশন টা চালু কিভাবে করবে ?

অ্যাডস অন রিলস মনিটাইজেশন চালু করার জন্য একইভাবে তোমাকে ফেসবুকের মনিটাইজেশন পলিসি গুলো আগে ভালো করে জানতে হবে। এরপর তোমার ফেসবুক পেজ বা প্রোফাইলে তোমাকে নিয়মিত রিলস আপলোড করতে হবে এবং ফেসবুক মনিটাইজেশন অপশন এ গিয়ে যেখানে Ads on Reels লেখা রয়েছে সেটা ওপেন করে.. I am interested লেখার উপর ক্লিক করে তোমরা ফেসবুককে জানাতে পারো যে অ্যাডস অন রিলিস চালু করে দেওয়ার জন্য।
৩. Bonuses : ফেসবুকের বোনাসের উপর কোন নির্দিষ্ট নিয়ম নেই। এটা সম্পূর্ণ তোমার প্রোফাইল বা পেজের এনগেজমেন্ট এর উপরে নির্ভর করবে। অর্থাৎ তুমি কতটা নিয়মিত ভিডিও পোস্ট করছ, তোমার ভিডিও বা পোস্টের রিয়াক্ট, কমেন্টস এবং ভিউ। এছাড়াও তুমি ফেসবুক মনিটাইজেশনের পলিসি কতটা মেনে চলছো এগুলোর উপরেই ফেসবুক তোমাকে কিছু একটা টাকা বোনাস হিসাবে গিফট করতে পারে।

৪. In-stream Ads : ইউটিউবে যখন আমরা কোন ভিডিও দেখে থাকি ভিডিওর আগে আমাদেরকে একটা বিজ্ঞাপন দেখানো হয়, যেগুলো থেকে ওই ভিডিও ক্রিয়েটরদের ইনকাম হয়ে থাকে। ঠিক একইভাবে তুমি যদি ফেসবুকে লং ভিডিও পোস্ট করো তাহলে ইউটিউবের মতোই তোমার ফেসবুক ভিডিওতেও অ্যাড শো হবে। এবং এই অ্যাডগুলো থেকে তোমার ফেসবুকে একটা টাকা জেনারেট হবে। তার মানে তোমার ভিডিওতে যত বেশি ভিউ হবে তত বেশি তোমার ভিডিওতে অ্যাড শো হবে এবং তত বেশি তোমার টাকা ইনকাম হবে।

তাহলে তোমার ফেসবুকে এই In-stream ads মনিটাইজেশনটা চালু কিভাবে করবে?

In-stream ads চালু করার জন্য প্রথমে তোমাকে ফেসবুকের মনিটাইজেশন পলিসি এবং কমিউনিটি পলিসি সম্পর্কে ভালো করে আগে জানতে হবে। এরপর তোমাকে তোমার ফেসবুক পেজ বা প্রোফাইলেতে ৫০০০ ফলোয়ার্স সম্পূর্ণ করতে হবে। যেকোনো ৬০ দিনের ভেতর তোমার প্রত্যেকটা ভিডিও থেকে মোট ৬০,০০০ মিনিটের ভিউ সম্পূর্ণ হতে হবে। এবং তোমার প্রত্যেকটা লং ভিডিও যেন তিন মিনিটের ওপর হয়ে থাকে তাহলেই কিন্তু তোমার ওই ভিডিওতে ফেসবুক থেকে অ্যাড শো করানো হবে। এগুলো সব ঠিকঠাক ভাবে সম্পূর্ণ হয়ে গেলে তোমরা ফেসবুক মনিটাইজেশানের অপশনে গিয়ে যে In-stream ads লেখাটা দেখতে পাবে ওখানে গিয়ে তোমরা I am interested লেখার উপর ক্লিক করে In-stream ads মনিটাইজেশন চালু করতে পারবে।

৫. Subscriptions : ফেসবুকের সাবস্ক্রিপশন এমন একটা টুলস যেটাকে যদি তোমরা ভালোভাবে কাজে লাগাতে পারো তাহলে একটা ভালো ধরনের ইনকাম জেনারেট করতে পারবে। মনে কর তুমি তোমার ফেসবুকে কিছু স্পেশাল ভিডিও বা স্পেশাল কোর্স রেখেছো যেগুলো দেখতে হলে তোমার পেজকে আগে সাবস্ক্রাইব করতে হবে। যেটার জন্য তোমাকে আলাদাভাবে অন্যরা টাকা পে করবে। অর্থাৎ যারা টাকা দিয়ে সাবস্ক্রাইব করবে তারাই শুধু সেই স্পেশাল ভিডিওগুলো দেখতে পারবে। আর যারা সাবস্ক্রাইব করবে না তারা কিন্তু ওই স্পেশাল ভিডিও বা কোর্সগুলো দেখতে পারবে না। এখান থেকে তুমি একটা ভালো ধরনের কিন্তু ইনকাম জেনারেট করতে পারবে যদি ঠিকঠাকভাবে এটাকে কাজে লাগাও। এছাড়াও তোমার ফেসবুক পেজ বা প্রোফাইলকে যারা সাবস্ক্রাইব করে রাখবে তাদের কমেন্টগুলো সব সময় তোমার পেজ বা প্রোফাইলে একদম উপরে শো করবে এবং তাদের প্রোফাইল গুলো তোমার পেজের উপরে হাইলাইট হয়ে থাকবে।

তাহলে তোমার ফেসবুকে এই সাবস্ক্রিপশনস মনিটাইজেশন টা চালু কিভাবে করবে?

ফেসবুকের সাবস্ক্রিপশনস মনিটাইজেশন চালু করার জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেমন তোমার ফেসবুক পেজ বা প্রোফাইলে ১০০০ ফলোয়ার সম্পূর্ণ করতে হবে, ২৫০ রিটার্নিং ভিউ থাকতে হবে, ৫০০০ এর উপরে এনগেজমেন্ট থাকতে হবে এবং ১৮০০০০ মিনিটের ভিউ থাকতে হবে। তারপর তুমি একইভাবে ফেসবুক মনিটাইজেশনের সাবস্ক্রিপশন অপশনে গিয়ে... I am interested এর উপর ক্লিক করে এটা কেও চালু করতে পারবে।

৬. Partnerships Ads : ফেসবুকে যখন তুমি একটা ভালো ধরনের ফলোয়ার্স গেন করে নেবে তখন বিভিন্ন কোম্পানিরা তোমার সাথে Partnership করতে চাইবে। অর্থাৎ তারা তোমাকে Sponsor দিতে চাইবে এবং যে Sponsor গুলো তুমি করার পরে একটা ভালো ধরনের টাকা তোমাকে তারা পে করে থাকবে। এমনিতে এই মনিটাইজেশন টুলসটার কোনও কাজ নেই শুধুমাত্র পার্টনারশিপ বা স্পনসার হিসাবে কিন্তু এটা তোমরা কাজে লাগাতে পারো।

এগুলো মনিটাইজেশনের পর নতুন কিছু টুলস কিন্তু যুক্ত হতেই থাকবে। যেমন কনটেন্ট মনিটাইজেশন নামে একটা টুলস নতুন এসেছে যেটা অনেকের ফেসবুকেতে যুক্ত হয়ে গেছে। এই প্রত্যেকটা মনিটাইজেশন টুলসকে যদি তোমরা ঠিকঠাকভাবে জেনে সঠিকভাবে কাজে লাগাতে পারো তাহলে কিন্তু তুমি ভালো ধরনের টাকা ইনকাম করতে পারবে।

Mr. Abhi

Hii! I'm Abhik Manna. I'm Part time Blog writer and Professional Youtuber.

Previous Post Next Post

Contact Form