ভাইরাল এই ফটো মুভিং স্ট্যাটাস ভিডিওটা এডিটিং করা খুব সহজ। আমার চ্যানেলে যে ভিডিওটা দেখিয়েছি, ভালোভাবে যদি তোমরা প্রতিটা স্টেপ দেখে থাকো তাহলে এটা বানানো তোমাদের কাছে প্রচুর সহজ হবে। শুধু তোমাদেরকে প্রতিটা স্টেপ ভালোভাবে ফলো করতে হবে। কোনখানে কি মেটেরিয়াল ব্যবহার করছি এগুলো ভালোভাবে ফলো করতে হবে আর ঠিকঠাক জায়গায় সেগুলোকে বসাতে হবে। এবার যারা ভিডিও দেখেও ঠিকঠাক এডিটটা করতে পারোনি তাদের জন্য এই ব্লগটি রয়েছে। এই ব্লগটা ভালোভাবে পুরোপুরি পড়তে থাকো পুরো এডিটিং টা শিখে যাবে এবং ম্যাটেরিয়াল গুলো কোথা থেকে পাবে সেটাও জানতে পারবে।
এই স্ট্যাটাস ভিডিওটা কিভাবে এডিটিং করবে?
প্রথমে আমাদেরকে ফোনেতে ইনশট অ্যাপসটা ওপেন করে নিতে হবে। এরপর ইনশট ওপেন করে নেয়ার পর তোমরা এখানে তিনটে অপশন দেখতে পাবে - Video, Photo, Collage. সবার প্রথমে আমাদেরকে কোলাজ অপশনে চলে যেতে হবে। কোলাজ অপশনে যাওয়ার পর এখানে তোমরা আবার তিনটে অপশন দেখতে পাবে - Grid, AI Blend, Stitch. এখান থেকে তোমাদের গ্রিড অপশনে ক্লিক করতে হবে। এরপর তোমরা প্রথমে গ্যালারি অপশন দেখতে পাবে। এই স্ট্যাটাস ভিডিওটা এডিট করার জন্য তোমাদের মোট ১৮ টা ফটো প্রয়োজন হবে। আমরা মোট ছয়টা করে ফটো নিয়ে তিনবার কোলাজ তৈরি করব। যদি তোমাদের কাছে ১৮ টা ফটো না থেকে থাকে তাহলে তোমরা একই ফটো বারবার ব্যবহার করতে পারো।
এবার আমরা এখান থেকে যেকোনো ছয়টা ফটো সিলেক্ট করে নেব এবং টিক অপশনে ক্লিক করে নেব। তোমরা চাইলে ফটোগুলোকে এদিক-সেদিক চেঞ্জ করতে পারো। ভিডিওতে যেমন ভাবে দেখানো হয়েছে সেই ভাবে ৬ টা ফটো নিয়ে কোলাজ বানাতে হবে এবং শেষে এটা এক্সপোর্ট অপশনে ক্লিক করে সেভ করে নিতে হবে। একইভাবে আবারো কোলাজ থেকে গ্রিড অপশনে গিয়ে আলাদা করে আবার ছটা ফটো নিয়ে এবং একইভাবে আরো দুটো কোলাজ বানাতে হবে যেমনটা আগের কোলাজ বানিয়েছি।