ফেসবুকে Tax Info কিভাবে Setup করতে হয় step by step জেনে নিন :
ফেসবুক থেকে ইনকাম করতে চাইলে এবং সেই টাকা ব্যাংকে ট্রান্সফার করতে চাইলে তোমাদেরকে ট্যাক্স ইনফো ফেসবুকের মধ্যে সাবমিট করতে হবে।
ফেসবুকে ট্যাক্স information সেটআপ করতে হলে প্রথমে ফেসবুক ওপেন করে নিতে হবে। এরপর আমাদেরকে ফেসবুক পেজ বা প্রোফাইলে চলে আসতে হবে। এখানে যে see dashboard লেখাটা দেখতে পাবে এর উপর ক্লিক করে নেবে।
See dashboard এ যাওয়ার পর একটু নিচের দিকে গেলে Payouts নামে একটা অপশন দেখতে পাবে। এই Payouts অপশনের উপর ক্লিক করে নিতে হবে।
এখানে তোমরা Tax Info Required নামে একটা অপশন দেখতে পাবে এবং পাশে একটা Add অপশন দেওয়া রয়েছে এটার উপর ক্লিক করে নিতে হবে।
এরপর তোমাকে তোমার ফেসবুক টাকে Log in করতে বলা হতে পারে বা Continue as লেখা থাকতে পারে ওটার উপর ক্লিক করে নেবে।
তারপর তোমার কাছে Tax Info এর মেন পেজ ওপেন হয়ে যাবে। এখানে আমি যেমন যেমনটা করছি ঠিক তোমরাও স্টেপ বাই স্টেপ করে নেবে।
Tax info সেটআপ step by step :
একদম প্রথমেই তোমরা দুটো অপশন দেখতে পাবে Individual and Business এখান থেকে তোমাদেরকে Individual টা সিলেক্ট করে নিতে হবে।
এরপর নিচে লেখা রয়েছে Are you a U.S. Citizen... এটাকে তোমাদের No সিলেক্ট করে নিতে হবে এবং এর নিচে আর একটা অপশন রয়েছে Are you acting as an intermediary agent.... এটাকেও তোমাদের No সিলেক্ট করে নিতে হবে। এরপর নিচে দেওয়া Next অপশনে ক্লিক করে নিতে হবে।
এরপর আরেকটা পেজ তোমরা দেখতে পাবে। এখানে প্রথমেই Full Name এর ঘরে তোমাদেরকে তোমার পুরো নামটা লিখে নিতে হবে অথবা আগে থেকেও লেখা থাকতে পারে। এবার নিচে Country of Citizenship এর যে অপশনটা দেখতে পাবে এখানে গিয়ে নিজের Country সিলেক্ট করে নেবে। উদাহরণ স্বরূপ আমি আমার Country - India সিলেক্ট করে নিলাম।
এরপর Tax Info এর মেইন কাজ TIN নাম্বার অ্যাড করা। এখানে তোমরা দুটো অপশন দেখতে পাবে একটা হল, I have a Non-U.S. TIN এর অপশন আরেকটা I have a U.S. TIN এর অপশন। আমাদের যেহেতু U.S. TIN নাম্বার নেই, তাই আমাদেরকে উপরের অপশন I have a Non-U.S. TIN অপশনটা সিলেক্ট করতে হবে। এবার Non-U.S. TIN সিলেক্ট করার পরেও এখানে TIN নাম্বার লিখতে বলা হবে তা না হলে আমরা Next অপশনে ক্লিক করতেই পারবো না।
• Non-U.S. TIN নাম্বার কোথা থেকে পাবো?
I have a Non-U.S. TIN এর ঘরে আমরা প্যান কার্ডের নাম্বার ব্যবহার করব। যদিও প্যান কার্ডের নাম্বার আর TIN নাম্বার সম্পূর্ণ আলাদা কিন্তু আমাদের কাছে যেহেতু U.S. TIN নাম্বার নেই সেইজন্য আমরা প্যান কার্ডের নাম্বারটাই ব্যবহার করবো। আর তুমি যদি ইন্ডিয়া বাদে অন্য দেশের হয়ে থাকো তাহলে তোমাদের দেশের ট্যাক্স রিলেটেড যেকোনও সরকারি নাম্বার ব্যবহার করে দেখতে পারো।
[META -র অফিসিয়াল পেজ এ বলাই রয়েছে যারা US এর বাইরে রয়েছে তারা Tax id হিসাবে driving licence number, Business number, Citizens number ব্যবহার করতে পারবে।]
এবার তোমরা একটা Address Page দেখতে পাবে। এটা যদি তোমাদের ফিলাপ করা না থাকে তাহলে এটা তোমাদেরকে আগে ফিলাপ করে নিতে হবে। ফিলাপ করে নেওয়ার পরে তোমাদেরকে এবার Next অপশনে ক্লিক করে নিতে হবে এবং আরও একবার এই Address সহ একটা মেলিং পেজ আসবে এখানেও Next অপশনে ক্লিক করে নিতে হবে।
এবার এরকম একটা পেজ চলে আসবে এখানে একদম নিচের দিকে চলে যাবে এবং দেখতে পাবে, I certify that... লেখা রয়েছে এবং সামনে একটা বক্স দেখতে পাবে ওই বক্সটার উপরে ক্লিক করে টিক দিয়ে দিবে। এরপর নিজে যে Signature বক্সটা রয়েছে এখানে তোমাদেরকে তোমার পুরো নামটা লিখে নিতে হবে। এরপর আর কিছু পরিবর্তন করার দরকার নেই একদম Next অপশনে ক্লিক করে নেবে।
এরপর এতক্ষণ ধরে তোমরা যা ফিলাপ করেছো তার একটা পুরো ট্যাক্স পেজ ওপেন হয়ে যাবে এখানে তোমরা ভালো করে চেক করে নেবে সব ঠিকঠাক রয়েছে কিনা। যদি কিছু ভুল মনে হয় একদম পেজের নিচে Make Changes এর উপর ক্লিক করে নেবে আবার ভুলগুলো চেঞ্জ করতে পারবে আর সব যদি ঠিকঠাক থাকে তাহলে সাবমিট ফর্ম এর উপরে ক্লিক করে দিতে হবে।
এরপর এরকম একটা ট্যাক্স প্রোফাইলের পেজ দেখতে পাবে। একদম নিচের done অপশনে ক্লিক করে নেবে।
এরপর এরকম একটা ট্যাক্স প্রোফাইলের পেজ দেখতে পাবে। একদম নিচের done অপশনে ক্লিক করে নেবে। এবং তোমাদের Tax Info ভেরিফাই সম্পূর্ণ হয়ে যাবে।